পাকিস্তান সুপার লিগের ফাইনালে আগামীকাল করাচী কিংসের মুখোমুখি হবে তামিম ইকবালের লাহোর কালান্দর্স। দেখে নিন সেরা একাদশ

পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ গতকাল মুলতান সুলতানকে ২৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। প্রথমে ব্যাট করে মুলতান সুলতানকে ১৮৩ রানের টার্গেট দেয় লাহোর কালান্দর্স।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে মুলতান সুলতান। আগামী ১৭ নভেম্বর ফাইনালে করাচী কিংসের মুখোমুখি হবে লাহোর কালান্দর্স। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৯ টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে পাকিস্তান সুপার লিগের ইউটিউব চ্যানেলে।

পাকিস্তান সুপার লিগের দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ শুরু করলেও শেষ করতে পারেননি তামিম ইকবাল। ‌ গতকাল টসে হেরে ব্যাট করতে নেমে গত ম্যাচের মতো এই ম্যাচে দুর্দান্ত শুরু করেন তামিম ইকবাল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান তামিম। ৪.৫ ওভার এর মধ্যেই দলীয় খাতায় ৪৬ রান যোগ করেন দুই ব্যাটসম্যান। এতে তামিমের অবদান ৩০ রান।

২০ বলে পাঁচ টিচারের সাহায্যে ৩০ রান করে জুনায়েদ খান-এর বলে দুর্ভাগ্যজনক ভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল। তামিমের আউটের পর প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক সোহেল আক্তার। মোহাম্মদ ইলিয়াস এর বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এরপর গত ম্যাচে সেরা ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে সাথে নিয়ে ইনিংস বড় করতে থাকেন ফখর জামান। ২১ বলে ১৯ রান করে মোহাম্মদ হাফিজ এবং ৩৬ বলে ৪৬ রান করে ফখর জামান আউট হলে কিছুটা চাপে পড়ে কালান্দর্স।

তবে শেষের দিকে ব্যাটিং তাণ্ডব চালান সামিত প্যাটেল এবং ডেভিড উইস। ১৬ বলে ৪ টি চার সাহায্যে ২৬ রান করেন সামিত প্যাটেল। অন্য প্রান্তে ২১ বলে ৫ টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৪৮ রান করে অপরাজিত থাকেন ডেভিড উইস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল মুলতান সুলতান এর টপ অর্ডার ব্যাটসম্যানরা। দলীয় ৪৭ রানের মাথায় জিশান আশরাফ ১২ রান করে আউট হলেও অধিনায়ক শান মাসউদ এবং ওপেনার ব্যাটসম্যান অ্যাডাম লিথ দারুন খেলতে থাকেন। ২৯ বলে চারটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৫০ রান করে প্যাভিলিয়নে ফেরেন অ্যাডাম লিথ।

তবে দলীয় ১০২ রানের মাথায় ২২ বলে ২৭ রান করে শান মাসউদ আউট হলে ছন্দ হারায় মুলতান সুলতান। এরপর ১ রান করে রবি বোপারা, ০ রানে শহীদ আফ্রীদি এবং ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন সোহেল তানভীর। অন্য প্রান্ত থেকে একাই খুরশিদ সাহ করেন ৩০ রান।





লাহোর কালান্দার্স সম্ভাব্য একাদশ: ফখর জামান, তামিম ইকবাল, সোহেল আখতার (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, বেন ডানক (উইকেট কিপার), সামিত প্যাটেল, ডেভিড উইস, মুহাম্মদ ফয়জান, শাহীন আফ্রিদি, হারিস রউফ, দিলবার হুসেন।