পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ আজ মুলতান সুলতান এর বিপক্ষে মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের লাহোর কালান্দর্স। প্রথমেই মুলতান সুলতান এর বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নামে তামিম ইকবালের লাহোর কালান্দর্স।
টসে হেরে ব্যাট করতে নেমে গত ম্যাচের মতো এই ম্যাচে দুর্দান্ত শুরু করেন তামিম ইকবাল। তবে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান তামিম। ৪.৫ ওভার এর মধ্যেই দলীয় খাতায় ৪৬ রান যোগ করেন দুই ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল এবং ফখর জামান। এতে তামিমের অবদান ৩০ রান।
২০ বলে পাঁচ টিচারের সাহায্যে ৩০ রান করে জুনায়েদ খান-এর বলে দুর্ভাগ্যজনক ভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে ১ উইকেটে ৪৬ রান সংগ্রহ করেছে লাহোর কালান্দর্স।
লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, তামিম ইকবাল, সোহেল আখতার (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, বেন ডানক (উইকেট কিপার), সামিত প্যাটেল, ডেভিড উইস, মুহাম্মদ ফয়জান, শাহীন আফ্রিদি, হারিস রউফ, দিলবার হুসেন
মুলতান সুলতানস একাদশ: জিশান আশরাফ (উইকেট কিপার), অ্যাডাম লিথ, শান মাসউদ (অধিনায়ক), রিলি রসউ, রবি বোপারা, খুশদিল শাহ, শহীদ আফ্রিদি, সোহেল তানভীর, মোহাম্মদ ইলিয়াছ, ইমরান তাহির, জুনাইদ খান।