ফাইনালের লক্ষ্যে আজ মুলতান সুলতানের মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স।

পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ আজ রাত ৯:০০ টায় মুলতান সুলতানের মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। গতকাল পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তামিম ইকবালের দল।

অন্যদিকে মুলতান সুলতানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে করাচি কিংস। আজকের ম্যাচে যারা জয়লাভ করবে তারা ফাইনালে মুখোমুখি হবে করাছি কিংসের। গতকাল পেশোয়ার জালমি বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও ইনিংসে বড় করতে পারেননি তামিম ইকবাল। দুটি চার এবং একটি ছকের সাহায্যে মাত্র ১০ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল।

বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে ইউরো স্পোর্টস চ্যানেল। এছাড়াও ইউটিউবে দেখা যাবে পাকিস্তান সুপার লিগের অফিশিয়াল ইউটিউব চ্যানেল।

লাহোর কালান্দারস – আবিদ আলী, আঘা সালমান, বেন ডান্ক (অস্ট্রেলিয়া), ডেন ভিলাস (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইস (দক্ষিণ আফ্রিকা), দিলবার হুসেন, ফখর জামান, ফারজান রাজা, হারিস রউফ, জাহিদ আলী, মাজ খান, মোহাম্মদ ফয়জান, মোহাম্মদ হাফিজ, সামিত প্যাটেল (ইংল্যান্ড), শাহীন শাহ আফ্রিদি, সোহেল আক্তার, তামিম ইকবাল (বাংলাদেশ) এবং উসমান শিনওয়ারি।





মুলতান সুলতানস – অ্যাডাম লিথ (ইংল্যান্ড), আলী শফিক, বিলাওয়াল ভাট্টি, ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), জেমস ভিনস (ইংল্যান্ড), জুনাইদ খান, খুশদিল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ), মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইরফান, রবি বোপারা (ইংল্যান্ড) , রিলি রসু (দক্ষিণ আফ্রিকা), রোহেল নাজির, শান মাসউদ, শহীদ আফ্রিদি, সোহেল তানভীর, উসমান কাদির ও জিশান আশরাফ।