তরুণদের নিয়ে চমৎকার একটি দল গড়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এই দলে রয়েছে বাংলাদেশ দলের এক ঝাঁক তরুণ পারফর্মার। বর্তমান সময়ের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা বোলার মোস্তাফিজুর রহমান খেলবেন এই দলের হয়ে।
এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান লিটন দাস রয়েছেন। এছাড়াও রয়েছেন মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মুমিনুল হক এবং মোসাদ্দেক হোসেন সৈকত।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম যে দল গঠন করেছে তাতে শিরোপা জয়ে আশাবাদী মোস্তাফিজুর রহমান।
সংবাদমাধ্যমকে মোস্তাফিজ বলেন, ‘চ্যাম্পিয়ন হতে কে না চায় বলেন? আমিও চাই। সেই আশা তো করতেই পারি। কারণ আমাদের দল ভালো হয়েছে। খুব বেশি অভিজ্ঞ কেউ নেই। আমি, লিটন, সৌম্য। গড়ে আমরা খারাপ না। টি-টোয়েন্টিতে যারা ভালো খেলেন এমন বেশ কয়েকজন ব্যাটসম্যান আমাদের দলে আছে। আমি খারাপ বলব না।’
গাজী গ্রুপ চট্টগ্রাম : মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।