বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ৫ দলের অধিনায়কের সম্ভাব্য তালিকা।

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ‌ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২৪ নভেম্বর বেক্সিমকো ঢাকা বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ। প্রতিটি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজাভ ডে। দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১:৩০ মিনিটে। শুক্রবারে অনুষ্ঠিত হবে দুপুর ২:০০। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে। শুক্রবারে দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭:০০।

ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য নিজেদের অধিনায়ক এর নাম ঘোষণা করেছে ফরচুন বরিশাল। আসুন জেনে নেই ফরচুন বরিশাল সহ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাকি দলগুলো সম্ভাব্য অধিনায়কের তালিকা।

ফরচুন বরিশাল : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সবার আগে অধিনায়ক-এর নাম ঘোষণা করেছে বরিশাল। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল হচ্ছেন তাদের অধিনায়ক।

ফরচুন বরিশাল চূড়ান্ত স্কোয়াড : তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, মোহাম্মদ সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ পারপভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দি শুভ।





বেক্সিমকো ঢাকা : বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম খেলবেন বেক্সিমকো ঢাকার হয়ে। এদিকে এবারের আসরে আইকন ক্রিকেটার মুশফিকুর রহিম। দলের সিনিয়র ক্রিকেটার বলতে একমাত্র তিনিই এবং রুবেল হোসেন হয়েছেন। তাই এই দুইজনের মধ্যে অধিনায়ক হওয়ার দৌঁড়ে সবচেয়ে বেশি এগিয়ে মুশফিকুর রহিম।

এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন বিভাগেই অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মুশফিকুর রহিম। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের একাধিক দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।

বেক্সিমকো ঢাকা চূড়ান্ত স্কোয়াড : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।

জেমকন খুলনা : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সবচেয়ে তারকাখচিত দল জেমকন খুলনা। এই দলে রয়েছেন দুইজন আইকন ক্রিকেটার। নিষেধাজ্ঞা থেকে ফেরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন জেমকন খুলনার হয়ে। এছাড়াও বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন এই দলে।

এছাড়াও ইমরুল কায়েস এবং আনামুল হক বিজয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে জেমকন খুলনায়। তবে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রথম দুজনই। যদি টুর্নামেন্টের শুরু থেকেই মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারেন তাহলে ধারণা করা হচ্ছে সাকিব আল হাসানের পরিবর্তে অধিনায়ক করা হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকেই।

তার কারণ দীর্ঘদিন পর মাঠে ফিরছেন সাকিব আল হাসান। অন্যদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সহ ঘরোয়া ক্রিকেট লীগে নিয়মিত অধিনায়ক দায়িত্ব পালন করছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

সদ্য শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্ট কাপে চ্যাম্পিয়ন হয়েছে তার দল। সবচেয়ে বড় ব্যাপার এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা ফ্র্যাঞ্চাইজির হয়ে একাধিকবার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।





জেমকন খুলনা চূড়ান্ত স্কোয়াড : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।

মিনিস্টার গ্রুপ রাজশাহী : অন্য দলগুলোর থেকে মিনিস্টার গ্রুপ রাজশাহী কিছুটা পিছিয়ে থাকলেও তাদের দলে রয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান এবং অভিজ্ঞ ক্রিকেটার। তরুণ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল হোসেন শান্ত এবং কাজী নুরুল হাসান সোহান।

তবে মোহাম্মদ সাইফুদ্দিন এর আগে অধিনায়কের দায়িত্ব কোথাও না করলেও ঘরোয়া ক্রিকেট লীগে এবং বাংলাদেশ বয়স ভিত্তিক ক্রিকেটের অধিনায়ক অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন শান্ত এবং কাজী নুরুল হাসান সোহান।

ধারণা করা হচ্ছে মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের অধিনায়ক করা হতে পারে নাজমুল হোসেন শান্তকে। যদিও এই দলে রয়েছে মোহাম্মদ আশরাফুলের মত একজন অভিজ্ঞ ক্রিকেটার। এর আগে বাংলাদেশে এইচপি দল বাংলাদেশ এ দল সহ বেশ কয়েকটি টুর্নামেন্টের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন শান্ত।

অন্যদিকে অভিজ্ঞতার দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ জাতীয় দল সহ অনেক টুনামেন্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আশরাফুল।

মিনিস্টার গ্রুপ রাজশাহী চূড়ান্ত স্কোয়াড: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম : তরুণদের নিয়ে চমৎকার একটি দল গড়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এই দলে রয়েছে বাংলাদেশ দলের এক ঝাঁক তরুণ পারফর্মার। বর্তমান সময়ের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা বোলার মোস্তাফিজুর রহমান খেলবেন এই দলের হয়ে।

এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান লিটন দাস রয়েছেন। তবে অধিনায়ক হওয়ার দৌড়ে এই দুজনের থেকে বেশি এগিয়ে রয়েছেন মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মুমিনুল হক এবং মোসাদ্দেক হোসেন সৈকত।

বর্তমানে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশ জাতীয় দল সহ ঘরোয়া ক্রিকেট লীগে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে মমিনুল হকের। অন্যদিকে বাংলাদেশের বয়স ভিত্তিক দল এবং ঘরোয়া ক্রিকেট লীগে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং সৌম্য সরকার।





গাজী গ্রুপ চট্টগ্রাম : মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।