মোহাম্মদ হাফিজের দুর্দান্ত ব্যাটিংয়ে গতকাল পাকিস্তান সুপার লিগে জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। আগে ব্যাট করে লাহোর কালান্দার্সকে ১৭১ রানের টার্গেটে দেয় পেশোয়ার জালমি। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন তামিম ইকবাল।
ব্যাটিংয়ে নেমে দুটি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে দারুণ শুরু করে তামিম। কিন্তু এরপর পথ হারায় লাহোর কালান্দার্স। ৩৩ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরেন।
ইংলিশ পেসার সাকিব মাহমুদের বলে আউট হয়ে যান তামিম ইকবাল। বুক উচ্চতার শর্ট বল পুল করতে গিয়ে তুলে দেন আকাশে। ক্যাচ নেন কিপিং করা ইমাম-উল-হক।
এই ওভারেই দুই ওপেনারকে হারায় লাহোর। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ১০ বলে ২ চার ও এক ছক্কায় করেন ১৮ রান। ৩৩ রানে ৩ উইকেট হারানো দলকে টানেন হাফিজ। ফখর জামান ৬, এবং সোহেল ফেরেন ৭ রান করে।
তবে এরপর ঘুরে দাঁড়ান মোহাম্মদ হাফিজ। শেষ তিন ওভারে তাদের দরকার ছিল ৩৬ রান। মাহমুদের করা ১৮তম ওভারে হাফিজ তোলেন ১৬ রান। পরের ওভারে ওয়াহাব রিয়াজের শেষ দুই বল ছক্কায় উড়িয়ে জয় নিশ্চিত করেন ডেভিড ভিসা।
৯ চার ও ২ ছক্কায় সাজানো ছিল হাফিজের ৭৪ রানের ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পেশাওয়ারকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় শোয়েব মালিক ও হার্ডাস ভিলিওনের ঝড়ো ইনিংস।
২৪ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৯ রান করেন মালিক। আটে নেমে ১৬ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৭ রান করেন ভিলিওন। তবে শেষ পর্যন্ত সব আলো কেড়ে নিলেন হাফিজ।
দ্বিতীয় কোয়ালিফায়ারে রোববার মুলতান সুলতানসের মুখোমুখি হবে লাহোর। শনিবার প্রথম কোয়ালিফায়ারে মূল ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে মুলতানকে হারিয়ে ফাইনালে ওঠে করাচি কিংস। আগামী মঙ্গলবার হবে ফাইনাল।
সংক্ষিপ্ত স্কোর:
পেশাওয়ার জালমি: ২০ ওভারে ১৭০/৯ (ইমাম ২৪, হায়দার ০, মাসুদ ১৬, দু প্লেসি ৩১, মালিক ৩৯, ইমরান ৮, ব্র্যাথওয়েট ১০, ভিলিওন ৩৭, ওয়াহাব ০, মাহমুদ ২*; আফ্রিদি ৪-০-১৯-২, রউফ ৪-০-৪৮-০, দিলবার ৪-০-৩৩-৩, প্যাটেল ৪-০-২৯-০, ভিসা ৪-০-৪০-২)
লাহোর কালান্দার্স: ১৯ ওভারে ১৭১/৫ (ফখর ৬, তামিম ১৮, সোহেল ৭, হাফিজ ৭৪*, ডাঙ্ক ২০, প্যাটেল ২০, ভিসা ১৬*; মালিক ১-০-৬-০, রাহাত ৪-০-২৪-১, মাহমুদ ৪-০-৪১-৩, ওয়াহাব ৪-০-৩৭-০, ভিলিওন ২-০-২৩-০, ব্র্যাথওয়েট ২-০-২০-০, ইমরান ২-০-১৬-১)
ফল: লাহোর কালান্দার্স ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ হাফিজ।