দূর্দন্ত শুরু করেও ইনিংসে বড় করতে পারলেন না তামিম ইকবাল

পাকিস্তান সুপার লিগ আজ এলিমিনেটর ম্যাচে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স এর বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে পেশোয়ার জালমি।

১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন বাংলাদেশ দলের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। ৯ বলের মধ্যে দুটি চার এবং একটি ছক্কায় সাহায্যে ১৮ রান সংগ্রহ করে ফেলেছিলেন তামিম ইকবাল। কিন্তু এর পরেই শর্ট লেন্থের একটি বল মারতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩ রান সংগ্রহ করেছে লাহোর কালান্দর্স।

তামিমের দল লাহোরে আছেন মোহাম্মদ হাফিজ, ফাখর জামান, বেন ডাঙ্ক, ডেভিড উইজ, শাহীন শাহ আফ্রিদির মতো তারকা। পেশোয়ারও কম শক্তিশালী নয়। এই দলটিতে খেলছেন ফাফ ডু প্লেসিস, শোয়েব মালিক, কার্লোস ব্রেথওয়েট, ইমাম উল হক, ওয়াহাব রিয়াজের মতো বড় ক্রিকেটাররা।

লাহোর একাদশ : সোহেল আখতার, ফাখর জামান, তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, বেন ডাঙ্ক, সামিত প্যাটেল, ডেভিড উইজ, মোহাম্মদ ফাইজান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, দিলবার হোসেন।





পেশোয়ার একাদশ : ইমাম উল হক, হায়দার আলি, ফাফ ডু প্লেসিস, শোয়েব মালিক, সোহাইব মাকসুদ, হার্দাস ভিলজিয়ন, ওয়াহাব রিয়াজ (অধিনায়ক), কার্লোস ব্রেথওয়েট, মোহাম্মদ ইরফান, সাকিব মাহমুদ, রাহাত আলি।