টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের দল। আজকের একাদশে রয়েছেন তামিম ইকবাল

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ আজ এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমি মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। শুরুতেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের দল লাহোর কালান্দর্স। ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে ইউরো স্পোর্টস চ্যানেলে।

আজকের ম্যাচের একাদশে রয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ফাইনালে খেলতে হলে এই ম্যাচে অবশ্যই জয় লাভ করতে হবে তামিম ইকবালের দলকে।

লাহোর একাদশ: সোহেল আখতার (অধিনায়ক), ফখর জামান, তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, বেন ডঙ্ক, সামিত প্যাটেল, ডেভিড উইস, মোহাম্মদ ফয়জান, শাহীন আফ্রিদি, হারিস রউফ, দিলবার হুসেন

করাচি কিংস (সম্ভাব্য): বাবর আজম, শারজিল খান, ইফতিখার আহমেদ, চাদউইক ওয়ালটন (উইকেট কিপার), ইমাদ ওয়াসিম, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ রিজওয়ান, উমাইদ আসিফ, উসামা মীর, উমর খান, আরশাদ ইকবাল





লাহোর কালান্দারস : আবিদ আলী, আঘা সালমান, বেন ডান্ক (অস্ট্রেলিয়া), ডেন ভিলাস (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইস (দক্ষিণ আফ্রিকা), দিলবার হুসেন, ফখর জামান, ফারজান রাজা, হারিস রউফ, জাহিদ আলী, মাজ খান, মোহাম্মদ ফয়জান, মোহাম্মদ হাফিজ, সামিত প্যাটেল (ইংল্যান্ড), শাহীন শাহ আফ্রিদি, সোহেল আক্তার, তামিম ইকবাল (বাংলাদেশ) এবং উসমান শিনওয়ারি।