দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কোন দর্শক অ্যালাও করবে না বিসিবি

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ইতিমধ্যেই এই টুর্নামেন্টকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুপুরে এবং সন্ধ্যায় দুটি করে ম্যাচ হবে প্রতিদিন।

তবে এই টুর্নামেন্টেও দর্শক না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও গতকাল বাংলাদেশ বনাম নেপাল এর মধ্যকার ফুটবল ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কানায় কানায় পরিপুর্ণ ছিল দর্শক। কিন্তু সেই পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সরাসরি জানিয়ে দিয়েছেন মাঠে কোনো দর্শক এলাও হবে না। আজ (শনিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এটা কি কোভিড-১৯ সেফটির দিক থেকে ভালো হলো? জানি এটা আবাগের ব্যাপার। অনেকদিন পর ফুটবল খেলা শুরু হয়েছে সেখানে দর্শক এসেছে।’

‘কিন্তু আমাদের, দর্শকদের কথা চিন্তা করে আর সবার নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এখনই দর্শক অ্যালাও করব না। এটা আমাদের পরিকল্পনায় আছে এবং খেলা দর্শকশূন্য মাঠেই হবে।’





তবে এই টুর্নামেন্টের থাকছেনা কোনো উদ্বোধনী অনুষ্ঠান। যদিও পাঁচ দল নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনেকটাই রূপ নিয়েছে ‘মিনি বিপিএল’ এর মত। জালাল ইউনুস জানান, ‘না উদ্বোধনি তেমন কিছু নাই। অফিশিয়ালি আমাদের কোনো উদ্বোধনি অনুষ্ঠান থাকছে না। মূলত করোনা পরিস্থিতির জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’