ভারতীয় ফাস্ট বোলারদের কঠোর হুঁশিয়ারি দিলেন স্টিভ স্মিথ

এই মাসের ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের তিন পরাশক্তির লড়াই। দুই বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে ৪ ম্যাচের টেস্ট সিরিজে। এর আগে অবশ্য তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। গুরুত্বপূর্ণ এই সিরিজের খেলা শুরুর আগেই শুরু হয়ে গিয়েছে কথার লড়াই।

বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতের ফাস্ট বোলার। বিশেষ করে ভারতের ২ ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সামি রয়েছেন দুর্দান্ত ফর্মে। কিন্তু অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান স্টিভ স্মিথ ভারতীয় পেসারদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

স্মিথ বলেছেন, “আমি কন্ডিশন বুঝে সেই মতো খেলি। বিপক্ষ কী ভাবে আউট করার চেষ্টা করছে, তা বুঝে মোকাবিলার চেষ্টা করি। আমার বিরুদ্ধে শর্টপিচ ডেলিভারি আরও অনেক দলই করেছে। তবে কেউ নিল ওয়াগনারের মতো সাফল্য পায়নি।





ওর বোলিং মানেই মাথা ও পাঁজর লক্ষ্য করে বল। তবে এভাবেই যদি আমাকে আউটের চেষ্টা করা হয়, তবে তাতে দলেরই লাভ। কারণ ক্রমাগত শর্টপিচ বল করলে শরীরে রীতিমতো ধকল পড়ে। আর আমি জীবনে প্রচুর শর্টপিচ বল খেলেছি। খুব বেশি সমস্যাতেও পড়িনি। এ বার দেখা যাক কী হয়। ”