সবকিছু ঠিকঠাক থাকলে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট “বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ” অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩ নভেম্বরের মধ্যেই। ইতিমধ্যেই প্রতিটি দলের স্কোয়াড চূড়ান্ত হয়েছে। তবে অন্য দলগুলোর থেকে কিছুটা পিছিয়ে আছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। তাদের দলে নেই কোন আইকন ক্রিকেটার।
তবে আইকন ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পেয়েছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। তবে মাহমুদুল্লাহ রিয়াদ এর পরিবর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন কে দলে নিয়েছে রাজশাহী। মাহমুদুল্লাহ রিয়াদ এর পরিবর্তে মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে নেওয়ার কারণ জানিয়েছেন মিনিস্টার অফ রাজশাহী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান।
মূলত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে টুর্নামেন্টের শুরুতে কয়েকটি ম্যাচ মিস করতে পারেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ঠিক এই কারণেই তার পরিবর্তে মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে নিয়েছে রাজশাহী।
দলটির কোচ সারোয়ার ইমরান বলেন, ‘আমরা যদি পেতাম তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে পেতাম। কিন্তু সে তো করোনা পজিটিভ। কবে ফিরবেন মাঠে তা অজানা। দলে এলে অধিনায়ক হিসেবে তাকে চিন্তা করা হতো। আমরা আসলে প্রথম থেকেই কোনো ঝুঁকি নিতে চাইনি।’
এদিকে দল হিসেবে তেমন ভাল মানের দল করতে পারেনি মিনিস্টার গ্রপ রাজশাহি। যদিও এই দলে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার। বিসিবি প্রেসিডেন্ট কাপে ব্যাট হাতে ঝড় উঠানো ব্যাটসম্যান শেখ মেহেদী হাসান খেলবেন এই দলের হয়ে।
এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান সহ রয়েছে ঘরোয়া ক্রিকেট লীগে নিয়মিত পারফরম্যান্স করা বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছে ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি।
মিনিস্টার গ্রুপ রাজশাহী স্কোয়াড : মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।