এই বছরের সেরা নাটক হয়েছিল বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার টেস্ট সিরিজ নিয়ে। কঠোর কোয়ারেন্টাইনের শর্তের কারণে অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে স্থগিত ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সেই শর্ত গুলি নিয়ে কঠোর সমালোচনা হয়েছিল।
কিন্তু সেই শ্রীলঙ্কাই এখন চোখ পাল্টি মারলো বাংলাদেশকে। বাংলাদেশকে না বলে ইংল্যান্ডকে হ্যাঁ বলেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। আগামী জানুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। অথচ জানুয়ারিতে এই সফরে কঠোর তো দূরে যাক থাকছে না কোন কোয়ারেন্টাইন।
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আসলে ডি সিলভা জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারি শ্রীলংকা সফরে আসবে ইংল্যান্ড। খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৪ জানুয়ারি নাগাদ। অর্থাৎ শ্রীলংকায় আসার পর প্রস্তুতির জন্য ১১ দিনের মতো সময় পাচ্ছেন ইংলিশরা।
অথচ বাংলাদেশ মিশনে কতইনা নাটক করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। সেপ্টেম্বরের শেষে বাংলাদেশ যখন শ্রীলংকা সফরে যেতে চেয়েছিল তখন দেওয়া হয়েছিল ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইনের শর্ত। অর্থাৎ ওই ১৪দিনে ক্রিকেটাররা হোটেল থেকে বের হতে পারবেন না। অনুশীলন সুবিধা পাবেন না। এমনকি জিমও ব্যবহার করতে পারবেন না।