বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দারুন একটি দল গড়েছে বেক্সিমকো ঢাকা। এই দলে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটার। গতকাল প্লেয়ার ড্রাফট প্রথম ডাকে মুশফিকুর রহিমকে ঢলে টানে বেক্সিমকো ঢাকা। বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন মুশফিকর রহিম। বিসিবি প্রেসিডেন্ট কাপে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক।
তাই মুশফিকুর রহিমের উপর আস্থা রাখছেন বেক্সিমকো ঢাকা প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। খালেদ মাহমুদ সুজন বলেন, ‘মুশফিক খুব ভালো ফর্মে আছে। ওর যে নিবেদন, সবসময় জিততে চায়। আমাদের পরিকল্পনা অনুযায়ীই প্রথম ডাকে আমরা মুশফিককে নিয়েছি।’
দলের আস্থার প্রতিদান দিতে চান মুশফিক নিজে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢাকাকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি রোমাঞ্চিত। যে আস্থা ও বিশ্বাস ম্যানেজমেন্ট আমার ওপর রেখেছে, সেটির প্রতিদান দিতে ও মাঠে নামতে মুখিয়ে আছি আমি।’
বেক্সিমকো ঢাকা স্কোয়াড : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।