আগামীকাল এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমি মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের লাহোর কালান্দর্স

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ আগামীকাল এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমি মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮ টা বেজে ৩০ মিনিটে। ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে ইউরো স্পোর্টস চ্যানেলে।

আগামী কালকের ম্যাচে একাদশে দেখা যেতে পারে তামিম ইকবালকে। এছাড়াও লাহোর কালান্দর্স রাহুলের তামিম ইকবালের সাথে খেলবেন পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান ফখর জামান।

দেখে নিন আগামী কালকের ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ।

লাহোর কালান্দারস (সম্ভাব্য): ১ ফখর জামান, তামিম ইকবাল, সোহেল আক্তার, মোহাম্মদ হাফিজ, ডেন বিলাস (উইকেট কিপার), সামিত প্যাটেল, মোহাম্মদ ফয়জান, উসমান শিনোয়ারি, সালমান ইরশাদ, শাহীন আফ্রিদি, মাজ খান / হারিস রউফ

করাচি কিংস (সম্ভাব্য): বাবর আজম, শারজিল খান, ইফতিখার আহমেদ, চাদউইক ওয়ালটন (উইকেট কিপার), ইমাদ ওয়াসিম, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ রিজওয়ান, উমাইদ আসিফ, উসামা মীর, উমর খান, আরশাদ ইকবাল





লাহোর কালান্দারস : আবিদ আলী, আঘা সালমান, বেন ডান্ক (অস্ট্রেলিয়া), ডেন ভিলাস (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইস (দক্ষিণ আফ্রিকা), দিলবার হুসেন, ফখর জামান, ফারজান রাজা, হারিস রউফ, জাহিদ আলী, মাজ খান, মোহাম্মদ ফয়জান, মোহাম্মদ হাফিজ, সামিত প্যাটেল (ইংল্যান্ড), শাহীন শাহ আফ্রিদি, সোহেল আক্তার, তামিম ইকবাল (বাংলাদেশ) এবং উসমান শিনওয়ারি।