কে হচ্ছেন মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের অধিনায়ক? তালিকায় রয়েছেন মোহাম্মদ আশরাফুল

এই মাস থেকেই বাংলাদেশে শুরু হচ্ছে ক্রিকেটের লড়াই। সবকিছু ঠিকঠাক থাকলে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট “বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ” অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩ নভেম্বরের মধ্যেই। ইতিমধ্যেই প্রতিটি দলের স্কোয়াড চূড়ান্ত হয়েছে। তবে অন্য দলগুলোর থেকে কিছুটা পিছিয়ে আছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। তাদের দলে নেই কোন আইকন ক্রিকেটার।

ইতিমধ্যে নিজেদের দলের অধিনায়ক এর নাম ঘোষণা করেছে ফরচুন বরিশাল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল হচ্ছেন তাদের অধিনায়ক। তবে কে হচ্ছে মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক? আইকন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এর পরিবর্তে তারা দলে টেনেছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে।

তাই দলের অধিনায়ক নির্বাচনে কিছুটা সমস্যা পড়তে হতে পারে মিনিস্টার গ্রুপ রাজশাহীর। তবে তাদের দলে রয়েছে মোহাম্মদ আশরাফুলের মত একজন অভিজ্ঞ অধিনায়ক এবং ক্রিকেটার। তবে মোহাম্মদ আশরাফুলকে যদি অধিনায়ক না করা হয় তাহলে অধিনায়কের তালিকায় আছেন আরো দুই ক্রিকেটার।

তারা হলেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং উইকেটকিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। কিছুদিন আগে বিসিবি প্রেসিডেন্ট কাপে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে ঘরোয়া ক্রিকেট লীগে অধিনায়কের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে কাজী নুরুল হাসান সোহানের।

তাদের দল পরিচালনা করবেন দেশের ইতিহাসের সফলতম কোচ সারোয়ান ইমরান। দীর্ঘ কোচিং অভিজ্ঞতা তার। দশবছর বিকেএসপির দায়িত্বে ছিলেন। আরও দশ বছর কাটিয়েছেন এইচপি কোচ হিসেবে। সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা তো আছেই।





মিনিস্টার গ্রুপ রাজশাহী স্কোয়াড : মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।