জমজমাট-এর কোন কমতি থাকছেনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে। শুধুমাত্র বিদেশি ক্রিকেটার এবং বিদেশী কোচ নেই এই টুর্নামেন্টে। এছাড়া সম্পূর্ণ বিপিএলের আদলেই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া এই টুর্নামেন্ট নিয়ে এত উত্তেজনা দেশের ঘরোয়া ক্রিকেট লিগের আর কোন টুনামেন্টে দেখা যায়নি।
দীর্ঘ ৮ মাস পর আন্তর্জাতিক মানের ম্যাচ ফেরায় এক অন্য মাত্রা পাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ইতিমধ্যেই গতকাল প্লেয়ার্স ড্রফটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে প্রতিটি দলের স্কোয়াড। এবার জেনে নিব বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ৫ দলের প্রধান কোচের তালিকা।
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, সাব্বির রহমান সহ জাতীয় দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছে বেক্সিমকোর ঢাকায়। এই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট লীগের নিয়মিত কোচ খালেদ মাহমুদ সুজন।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তার আমলে ঢাকা ডায়নামাইটস শিরোপাও জয়লাভ করেছে। এছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগের আবহনীর কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্বও পালন করেছেন খালেদ মাহমুদ সুজন।
বেক্সিমকো ঢাকা স্কোয়াড : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।
গাজী গ্রুপ চট্টগ্রাম : জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রামে। দলে সেই মাপের সিনিয়র ক্রিকেটার না থাকলেও চট্টগ্রামের দলে রয়েছেন দেশ সেরা ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত-এর মত ক্রিকেটাররা। এই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
সাবেক এই ঘরোয়া ক্রিকেটারকে গুরু মানেন সাকিব-তামিম-মুশফিকসহ দেশের অসংখ্য ক্রিকেটার। তিনি ঢাকা প্রিমিয়ার লিগের সফর কোচ। সফল কোচিং করিয়েছেন বিপিএলেও। দায়িত্বে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, সিলেট রয়্যালস এবং চট্টগ্রাম ভাইকিংসের। দেশের ক্রিকেটের সবচেয়ে হাইপ্রোফাইল কোচ হিসেবে ধরা হয় তাকে।
গাজী গ্রুপ চট্টগ্রাম স্কোয়াড : মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।
মিনিস্টার গ্রুপ রাজশাহী : সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মতামত দিচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল মিনিস্টার গ্রুপ রাজশাহী। তবে সঠিক সময়ে যদি রাজশাহী দলের ক্রিকেটাররা জ্বলে উঠতে পারে তাহলে যে কোনো দলকেই সহজে হারিয়ে দিতে পারবে তারা। তবে দারুণ কোচ পেয়েছেন নাজমুল শান্ত-সাইফ উদ্দিনরা।
তাদের দল পরিচালনা করবেন দেশের ইতিহাসের সফলতম কোচ সারোয়ান ইমরান। দীর্ঘ কোচিং অভিজ্ঞতা তার। দশবছর বিকেএসপির দায়িত্বে ছিলেন। আরও দশ বছর কাটিয়েছেন এইচপি কোচ হিসেবে। সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা তো আছেই।
মিনিস্টার গ্রুপ রাজশাহী স্কোয়াড : মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।
জেমকন খুলনা : এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল গড়েছে জেমকন খুলনা। এই দলে রয়েছে দুই জন আইকন ক্রিকেটার। নিষেধাজ্ঞা থেকে ফেরার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন জেমকন খুলনার হয়ে।
তার সাথে রয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তাছাড়া এই দলে রয়েছে ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল-হক-বিজয় সহ আরো বেশ কয়েকজন ভালো মানের ক্রিকেটার।
বঙ্গবন্ধু টি-২০ কাপে জেমকন খুলনায় খেলা সাকিব-মাহমুদুল্লাহ-ইমরুল কায়েসদের মতো সিনিয়র ক্রিকেটারদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচিং করিয়েছেন। প্রাইম দোলেশ্বরের কোচিং করিয়েছেন সাত মৌসুম। বিপিএলে দায়িত্ব পালন করেছেন সহকারী কোচের।
জেমকন খুলনা স্কোয়াড : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।
ফরচুন বরিশাল : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ৫ দলের মধ্যে সবচেয়ে ব্যালেন্স দল হিসেবে ধরা হচ্ছে ফরচুন বরিশাল দলকে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ছাড়াও এই দলে রয়েছেন ফাস্ট বোলার আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ সহ জাতীয় দলের আরও বেশ কয়েকজন ক্রিকেটার।
ফরচুন বরিশালের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তার। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের কোচিং করানোর অভিজ্ঞ আছে ভান্ডারে। করোনার মধ্যে তিনি কোচিং নিয়ে অনেক কাজ করেছেন। এবার বঙ্গবন্ধু টি-২০ কাপে সেটা প্রয়োগ করার পালা।
ফরচুন বরিশাল স্কোয়াড : তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, মোহাম্মদ সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দি শুভ।