আজ পিএসএল-এর প্রস্তুতি ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত করলেন তামিম ইকবাল।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বর্তমানে কোন পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের প্লে-অফ খেলা। ১৪ নভেম্বর এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমি মুখোমুখি হবে লাহোর কালান্দার্স।

ওই ম্যাচকে সামনে রেখে আজ মুলতান সুলতানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করে লাহোর কালান্দারস। এই ম্যাচে ব্যাট হাতে মোটামুটি ভালই রান করেছেন ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল।প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে তামিম ইকবাল করেছেন ৩৭ রান।

সামিত প্যাটেল-এর ৪৯ তামিম ইকবালের ৩৭ এবং মোহাম্মদ ফয়জানের-এর ২৬ রানের সুবাদে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় লাহোর কালান্দর্স। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মুলতান সুলতান।





লাহোর কালান্দারস – আবিদ আলী, আঘা সালমান, বেন ডান্ক (অস্ট্রেলিয়া), ডেন ভিলাস (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইস (দক্ষিণ আফ্রিকা), দিলবার হুসেন, ফখর জামান, ফারজান রাজা, হারিস রউফ, জাহিদ আলী, মাজ খান, মোহাম্মদ ফয়জান, মোহাম্মদ হাফিজ, সামিত প্যাটেল (ইংল্যান্ড), শাহীন শাহ আফ্রিদি, সোহেল আক্তার, তামিম ইকবাল (বাংলাদেশ) এবং উসমান শিনওয়ারি।