বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টই মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ের সেরা ফাস্ট বোলার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। প্লেয়ার ড্রাফটের প্রথম ধাপেই মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। এছাড়াও এই দলের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
তারুণ্যনির্ভর এই দলে আরও রয়েছেন নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, রকিবুল হাসান, মেহেদি হাসান। তবে মিনিস্টার গ্রপ রাজশাহি দলে নেই কোন আইকন ক্রিকেটাররা। তারপরও টুর্নামেন্ট জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন মোহাম্মদ সাইফুদ্দিন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ সাইফুদ্দিন জানিয়েছেন এই কথা।
আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো রাজশাহীতে খেলতেছি ।যদিও আমাদের টিমে কোনো আইকন প্লেয়ার নেই তারপরও দিনশেষে যে ভালো খেলবে সে জিতবে ।ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবো । 🏏💪🏻
মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।