শেষ হলো প্লেয়ার্স ড্রাফট। দেখে নিন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২৩ নভেম্বর এর মধ্যে শুরু হচ্ছে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ১৫৭ জন দেশি ক্রিকেটার নিয়ে আজ হোটেল লা মেরিডিয়ানে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।

পাঁচটি দল সর্বোচ্চ ১৬ জন করে খেলোয়াড় নিতে পারবে। তাতে করোনা মহামারির পর মাঠে ফেরা এই ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে পারবেন ৮০ ক্রিকেটার। শুরুতে দলগুলোর ডাকের জন্য ড্র হবে। যাদের নাম প্রথমে আসবে তারা খেলোয়াড় ডাক দেওয়ার সুযোগ পাবে। শুরু থেকেই যে কোনও গ্রেড থেকে খেলোয়াড় নেওয়া যাবে।

আসুন দেখে নেই প্লেয়ার ড্রাফট থেকে নেওয়া ক্রিকেটারদের তালিকা। প্লেয়ার ড্রাফটে প্রথমেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে জেমকন খুলনা।

প্রথম ডাকের সুযোগ পাবে যে দল, তারাই নেবে সাকিব আল হাসানকে। বঙ্গবন্ধু টি২০ কাপের ড্রাফটের আগে এমন ধারণাই ছিল অনেকের। কিন্তু বেক্সিমকো ঢাকা তা করেনি।

তারা প্রথম ডাকার সুযোগ পেয়ে দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। এরপর ছিল জেমকন খুলনার পালা। তারা নেয় সাকিবকে। ফরচুন বরিশাল ডেকেছে তামিম ইকবালকে। মুস্তাফিজুর রহমানকে গাজী চট্টগ্রাম।

‘এ’ গ্রেডে থাকা বাকি ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদকে তো বাকি থাকা দল মিনিস্টার গ্রুপ রাজশাহীরই নেবার কখা। কিন্তু তা হয়নি। প্রথম ডাকে তারা নিয়েছে অলরাউন্ডার সাইফ উদ্দিনকে।





ড্রাফটে ‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে। তবে বঙ্গবন্ধু টি২০ কাপে দল পেতে খুব অপেক্ষা করতে হয়নি। নিজেদের ষষ্ঠ ডাকেই মিনিস্টার গ্রুপ রাজশাহী দলে টেনেছে আশরাফুলকে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড।

বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।

জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।

মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম : মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, মোহাম্মদ সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ পারপভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দি শুভ।





টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচটি দল দেশের পাঁচ এলাকার প্রতিনিধিত্ব করবে। পাঁচটি বিভাগের সাথে স্পন্সরদের নাম যুক্ত করে দলগুলোর নামকরণ করা হয়েছে। দলগুলো হল- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।