দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২৩ নভেম্বর এর মধ্যে শুরু হচ্ছে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ১৫৭ জন দেশি ক্রিকেটার নিয়ে আজ হোটেল লা মেরিডিয়ানে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে।
পাঁচটি দল সর্বোচ্চ ১৬ জন করে খেলোয়াড় নিতে পারবে। তাতে করোনা মহামারির পর মাঠে ফেরা এই ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে পারবেন ৮০ ক্রিকেটার। শুরুতে দলগুলোর ডাকের জন্য ড্র হবে। যাদের নাম প্রথমে আসবে তারা খেলোয়াড় ডাক দেওয়ার সুযোগ পাবে। শুরু থেকেই যে কোনও গ্রেড থেকে খেলোয়াড় নেওয়া যাবে।
আসুন দেখে নেই প্লেয়ার ড্রাফট থেকে নেওয়া ক্রিকেটারদের তালিকা। প্লেয়ার ড্রাফটে প্রথমেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে জেমকন খুলনা।
ফরচুন বরিশাল স্কোয়াড : তামিম ইকবাল,
বেক্সিমকো ঢাকা স্কোয়াড : মুশফিকুর রহিম,
মিনিস্টার গ্রুপ রাজশাহী স্কোয়াড : মোহাম্মদ সাইফুদ্দিন
জেমকন খুলনা স্কোয়াড : সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ,
গাজী গ্রুপ চট্টগ্রাম স্কোয়াড :
টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচটি দল দেশের পাঁচ এলাকার প্রতিনিধিত্ব করবে। পাঁচটি বিভাগের সাথে স্পন্সরদের নাম যুক্ত করে দলগুলোর নামকরণ করা হয়েছে। দলগুলো হল- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।