পিএসএলে খেলার জন্য পাকিস্তান পৌঁছেছেন তামিম ইকবাল। রয়েছেন দুই দিনের কোয়ারেন্টাইনে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে আজ করাচিতে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি। করাচিতে পৌঁছে হোটেলে দু’দিনের কোয়ারেন্টাইনে আছেন তামিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজেই একথা জানিয়েছেন তামিম “সকালেই করাচিতে পৌঁছেছি। আগামী দুইদিন এখানে কোয়ারেন্টিনে থাকতে হবে। কোভিড টেস্ট দিয়েছি, আশাকরি ইতিবাচক ফলাফল আসবে। ১৪ তারিখ লাহোর কালান্দার্সের জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে আছি। শীঘ্রই দেখা হচ্ছে।”

করোনা ভাইরাসের কারণে গত ১৫ মার্চ বন্ধ ঘোষণা করা হয় পাকিস্তান সুপার লিগ। সেই টুর্নামেন্টের বাকি অংশ শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর থেকে। এই টুর্নামেন্টের তামিম ইকবালের সাথে খেলার কথা ছিল বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে পাকিস্তান যাওয়া হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের।





লাহোর কালান্দারস – আবিদ আলী, আঘা সালমান, বেন ডান্ক (অস্ট্রেলিয়া), ডেন ভিলাস (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইস (দক্ষিণ আফ্রিকা), দিলবার হুসেন, ফখর জামান, ফারজান রাজা, হারিস রউফ, জাহিদ আলী, মাজ খান, মোহাম্মদ ফয়জান, মোহাম্মদ হাফিজ, সামিত প্যাটেল (ইংল্যান্ড), শাহীন শাহ আফ্রিদি, সোহেল আক্তার, তামিম ইকবাল (বাংলাদেশ) এবং উসমান শিনওয়ারি।