সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দিয়ে মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতিমধ্যে আজ সকালে ফিটনেস পরীক্ষা দিয়েছেন সাকিব। সেখানে ১৩.৭ পয়েন্ট নিয়ে পাশ করেছেন সাকিব আল হাসান।
তবে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার আগেই শ্রীলংকা প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষপর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুমতি না দেওয়ার কারণে নাম প্রত্যাহার করতে হয়েছে সাকিব আল হাসানকে।
তবে আরও দুটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট থেকে প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তান সুপার লিগ এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলার জন্য। ফ্র্যাঞ্চাইজিরা সাকিব আল হাসানকে নিতে চাইলেও পিএসএল এবং বিগ ব্যাশ কর্তৃপক্ষের আপত্তির কারণে এই দুই ক্রিকেট লীগে খেলা হচ্ছে না সাকিবের।
পাকিস্তান সুপার লিগের প্লে-অফ খেলতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। তার পরিবর্তে পিএসএলে সাকিবকে নিতে আগ্রহী ছিল সুলতান মুলতান। তবে খেলোয়াড় ড্রাফটে নাম না থাকায় কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আপত্তি তুলেছে। আর ক্রিকেট অস্ট্রেলিয়ার আপত্তি জুয়াড়ির প্রস্তাব গোপন করে সাকিব নিষেধাজ্ঞা ভোগ করেছেন বলে।
অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়া সাকিবকে দলে নিতে চেয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি। নিয়ম অনুযায়ী বিদেশি খেলোয়াড়ের অনুমোদনের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টেগ্রিটি অফিসারের কাছে উত্থাপন করা হয় সাকিবের বিষয়ে। তবে ওই প্রস্তাবে ভেটো দেওয়া হয়।
খবরে বলা হয়েছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া দুর্নীতিবিষয়ে অতীতে জিরো টলারেন্স নীতিতে সঙ্গে আপোস করেনি। এবারও করতে চায় না। সেজন্য তারা বিগ ব্যাশে সাকিবের সংশ্নিষ্টতা চায় না।’ এর আগে দেশসেরা ক্রিকেটার দুই দফায় বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন।