ওয়ানডে-টেস্ট এর পর এবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। এই ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে তরুণ ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম।
প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে তৌহিদকে হৃদয়ের “বি’ দল। ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করতে থাকে বি” দলের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ তানজিদ হাসান তামিম করেছেন ৭৩ রান।
এছাড়াও আকবর আলী ৪৭, পারভেজ হোসেন ইমন ৩১ এবং রিয়াদ ১৯ রান করেন। এই দলের হয়ে ২৩ রানের বিনিময়ে আফিফ হোসেন নেন ৩ উইকেট, এছাড়াও শফিকুল ২ টি এবং তানভীর একটি উইকেট নেন।
এইচপি স্কোয়াড :
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।
স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি।
পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।
উইকেটকিপার: মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী।