ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সালমা খাতুন।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ এর চ্যাম্পিয়ন হয়েছে সালমা খাতুনের দল ট্রেইলব্ল্যাজার্স। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার তৃতীয় আসরের ফাইনালে ১৬ রানে জিতেছে ট্রেইলব্লেজার্স। ১১৯ রানের লক্ষ্য তাড়ায় আগের দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস থামে ১০২ রানে।

দারুণ বোলিংয়ে দলের শিরোপা জয়ে বড় অবদান রাখেন সালমা। চার ওভারে ১৮ রানে ৩ উইকেট নেন বাংলাদেশের এই স্পিনার। প্রথমবার এই টুর্নামেন্টে খেলতে গিয়েই শিরোপার স্বাদ পেলেন তিনি। সেইসাথে এবারের আইপিএলের দারুণ পারফর্মেন্স করেছেন সালমা খাতুন।

তিন ম্যাচে ১০ ওভার বোলিং করে ৪৭ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করেছেন তিনি। এবারের আসরে উইকেট সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সালমা খাতুন। ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ দ্বিতীয়বারের মতো খেলতে গিয়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের আরেক ফাস্ট বোলার জাহানারা আলম।





এবারের আসরে এক ইনিংসে বোলিং করার সুযোগ পেয়েছিলেন জাহানারা আলম। আর ওই ম্যাচে বল হাতে দুর্দান্ত করেছিলেন তিনি। ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নিয়েছিলেন জাহানারা আলম।