সংযুক্ত আরব আমিরাতে আজ ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে সালমা খাতুনের দল ট্রেইলব্ল্যাজার্স। শারজা ক্রিকেট স্টেডিয়ামে সুপারনোভাসকে ১৭ রানে হারিয়ে আইপিএলের দ্বিতীয় আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো সালমা খাতুনের দল। ফাইনালে সুপারনোভাসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১১৮ রান সংগ্রহ করে সালমা খাতুনের দল।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে সুপারনোভাস। এই দিন বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। ৪ ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেছেন সালমা খাতুন।
দুর্দান্ত খেলতে থাকা শশীকলা সিরিওয়ার্দনে ১৯ রানে ক্যাচ আউট করেন সালমা। এরপর ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং সুপারনোভাসের অধিনায়ক হারমানপ্রিত কৌরকে ৩০ রানে বোল্ড আউট করেন সালমা খাতুন। ০ রানে আউট করেন পূজা বাস্তরকরকে।
শারজায় ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের (নারী আইপিএল নামে পরিচিত) ফাইনালে সুপারনোভাসের বিপক্ষে স্মৃতির ঝড়ো হাফসেঞ্চুরিতে ভর করেই নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে ট্রেইলব্লেজার্স।
অথচ স্মৃতি মান্ধানা রীতিমত কাঁদিয়ে ছাড়েন সুপারনোভাসের বোলারদের। ওপেনিংয়ে নেমে ৪৯ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় তিনি করেন ৬৮ রান। এছাড়া দিয়েগো ডটিন ৩২ বলে ২০ আর রিচা ঘোষ ১৬ বলে করেন ১০ রান।
স্মৃতির হাফসেঞ্চুরিতে এক পর্যায়ে ২ উইকেটেই ১১২ রান ছিল ট্রেইলব্লেজার্সের। সেখান থেকে রাধা যাদবের ঘূর্ণিতে আর ৬ রান যোগ করতে গিয়ে ৬টি উইকেট হারায় দলটি। প্রথম তিন ব্যাটসম্যানের পর কেউ দুই অংক ছুঁতে পারেননি। রাধা যাদব মাত্র ১৬ রান খরচায় নেন ৫টি উইকেট। এছাড়া পুনম যাদব আর সিরিবর্ধনে নেন ১টি করে উইকেট।
ট্রেইলব্ল্যাজার্স: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দিপ্তী শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, ডি হেমালাথা, নুজহাত পারভিন (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়ার, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সিমরান দিল বাহাদুর, সালমা খাতুন, সোফি একস্লেস্টোন, নাত্থাকান চানথাম, দেবেন্দ্র ডটিন এবং কাশভি গৌতম।
সুপারনোভাস: হারমানপ্রিত কৌর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আতাপাত্তু, প্রিয়া পুনিয়া, অনুজা পাতিল, রাধা যাদব, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শশীকলা সিরিওয়ার্দেনে, পুনম যাদব, শাকেরা সেলমান, অরুন্ধিতি রেড্ডি, পুজা ভাস্ত্রাকার, আয়ুশি সনি, আয়াবঙ্গা খাকা এবং মুসকান মালিক।