বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে গতকাল ঘোষণা করা হয়েছে টুনামেন্ট অংশগ্রহণ করা পাঁচটি দলের নাম। এছাড়াও আজ ঘোষণা করা হয়েছে কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এই টুর্নামেন্টের ম্যাচ গুলি।
আগামী ২১-২২ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য ৫ দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি সাথে বাংলাদেশের বিভাগীয় শহর গুলির সাথে নামকরণ করা হয়েছে দলগুলি।
দল গুলি হল : ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম। প্রত্যেক দলে থাকবেন একজন করে আইকন ক্রিকেটার। আজ সেই ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। এই টুর্নামেন্টের জন্য আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট।
প্লেয়ার ড্রাফটের জন্য যারা ক্যাটাগরিতে ১১৩ জন ক্রিকেটার কে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এখনো এই ১১৩ জনের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আইকন অর্থাৎ “এ” ক্যাটাগরির ক্রিকেটারের তালিকায় রয়েছে নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা সাকিব-আল-হাসান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান।
এই ৫ জন ক্রিকেটারের মূল্য ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা করে। ১১৩ জন ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এই টুর্নামেন্টের খেলবে না কোন বিদেশি ক্রিকেটার।
মোটকথা বাংলাদেশের দেশি ক্রিকেটারদের নিয়ে সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে এটি। “ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা করে।
“বি” ক্যাটাগরিতে রয়েছে ২০ জন ক্রিকেটার। ‘বি’ গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক ১০ লাখ টাকা করে। “সি” ক্যাটাগরি তুলে ধরেছেন ২৫ জন ক্রিকেটার। ‘সি’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ৬ লাখ টাকা করে। এই টুর্নামেন্টে সর্বনিম্ন পারিশ্রমিক পাবেন ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা। তারদের মূল্য ধরা হয়েছে ৪ লাখ টাকা করে।
এছাড়াও দীর্ঘদিন পর আন্তর্জাতিক মানের কোন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই এই খেলা সরাসরি টিভিতে সম্প্রচার করবে বলে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারই ধারাবাহিকতায় কর্পোরেট এই টি-২০ লিগের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দেশে চালু হওয়া ক্রীড়াভিত্তিক নতুন টিভি চ্যানেল টি-স্পোর্টস। বিষয়টি টি-স্পোর্টস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ ক্রিকেট ভক্তদের অনেক দিনের দাবি ছিল একটি স্পোর্টস ভিত্তিক টিভি চ্যানেল। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ৫০ টার বেশি বেসরকারি টিভি চ্যানেলে রয়েছে। কিন্তু এখন পর্যন্ত একটি স্পোর্টস ভিত্তিক টিভি চ্যানেল নেই বাংলাদেশ।
বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট ভক্তরা একটি স্পোর্টস চ্যানেল দাবি করে আসছে। যদিও সেই চাহিদা কিছুটা হলেও পূরণ করেছে গাজী টিভি। তবে এবার পূর্ণাঙ্গ একটি স্পোর্টস চ্যানেল আসছে বাংলাদেশে।
বাংলাদেশের স্বনামধন্য কম্পানি বসুন্ধরা গ্রুপ “টি স্পোর্টস” নামে একটি টিভি চ্যানেলের পরীক্ষামূলক সম্প্রচার চালিয়ে যাচ্ছে। ঢাকায় Bengal, Akash এবং Jadoo তে এই স্পোর্টস চ্যানেল টি সম্প্রচার চলছে।
শুধু ঢাকাতেই নয় ঢাকার বাইরে বাংলাদেশের সকল স্থানেই দেখা যাবে এই চ্যানেল টি। এরই মধ্যে তারা মুজিব বর্ষ উপলক্ষ্যে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে চ্যানেলটি।