পিএসএল-এ খেলতে আগামীকালের সকালে পাকিস্তান যাচ্ছেন তামিম ইকবাল

পাকিস্তান সুপার লিগের ম্যাচ খেলার জন্য আগামীকাল পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। যদিও তামিম ইকবালের সাথে যাওয়ার কথা ছিল বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ও। কিন্তু করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কারণে পাকিস্তান সুপার লিগে খেলতে যেতে পারছেন না তিনি।

অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ না গেলেও পাকিস্তান যাচ্ছেন তামিম ইকবাল। আগামীকাল সকাল ১০টার বিমানে সংযুক্ত আরব আমিরাত হয়ে করাচিতে পা রাখবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

পিএসএলের পঞ্চম আসরে দল পেয়েছিলেন না বাংলাদেশের কেউ। মার্চে ছিল জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে লিগ পর্ব শেষে পিএসএল স্থগিত হয়। টুর্নামেন্টের বাকি অংশ ১৪ নভেম্বর শুরু হবে করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস ও পেশাওয়ার জালমির প্লে-অফ দিয়ে।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের পরিবর্তে লাহোর দলে ভিড়িয়েছে তামিমকে। ১৪ নভেম্বর এলিমিনেটরে তামিমের দলের প্রতিপক্ষ পেশাওয়ার। ওই ম্যাচ জিতলে লাহোর পাবে ১৫ নভেম্বরের দ্বিতীয় এলিমিনেটরের টিকিট, যেখানে তারা খেলবে করাচি ও মুলতানের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের বিপক্ষে।

এই ম্যাচে জয়ীরা নিশ্চিত করবে ১৭ নভেম্বরের ফাইনাল। অর্থাৎ প্রতি ম্যাচই তামিমদের জন্য ফাইনাল। প্রথম এলিমিনেটরেই লাহোর হেরে গেলে এক ম্যাচ খেলে দেশে ফিরতে হবে বাংলাদেশি ওপেনারকে।

বাংলাদেশ থেকে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ম্যাচ গুলি দেখা যাবে পাকিস্তানে দুটি স্পোর্টস চ্যানেল জিও সুপার এবং পিটিভি স্পোর্টসে। এছাড়াও বাংলাদেশ থেকে অনলাইনে দেখা যাবে Rabbitholebd ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে।





লাহোর কালান্দারস – আবিদ আলী, আঘা সালমান, বেন ডান্ক (অস্ট্রেলিয়া), ডেন ভিলাস (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইস (দক্ষিণ আফ্রিকা), দিলবার হুসেন, ফখর জামান, ফারজান রাজা, হারিস রউফ, জাহিদ আলী, মাজ খান, মোহাম্মদ ফয়জান, মোহাম্মদ হাফিজ, সামিত প্যাটেল (ইংল্যান্ড), শাহীন শাহ আফ্রিদি, সোহেল আক্তার, তামিম ইকবাল (বাংলাদেশ) এবং উসমান শিনওয়ারি।