আগামী ২২ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছিল এই টুর্নামেন্টটি হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মত করেই।যদি এই টুর্নামেন্টের দেখা যাবে না কোনো বিদেশি ক্রিকেটার তারপরও টুর্নামেন্ট শুরুর আগে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠছে দর্শকদের মধ্যে।
এছাড়াও দীর্ঘদিন পর আন্তর্জাতিক মানের কোন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই এই খেলা সরাসরি টিভিতে সম্প্রচার করবে বলে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারই ধারাবাহিকতায় কর্পোরেট এই টি-২০ লিগের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দেশে চালু হওয়া ক্রীড়াভিত্তিক নতুন টিভি চ্যানেল টি-স্পোর্টস। বিষয়টি টি-স্পোর্টস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ ক্রিকেট ভক্তদের অনেক দিনের দাবি ছিল একটি স্পোর্টস ভিত্তিক টিভি চ্যানেল। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ৫০ টার বেশি বেসরকারি টিভি চ্যানেলে রয়েছে। কিন্তু এখন পর্যন্ত একটি স্পোর্টস ভিত্তিক টিভি চ্যানেল নেই বাংলাদেশ।
বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট ভক্তরা একটি স্পোর্টস চ্যানেল দাবি করে আসছে। যদিও সেই চাহিদা কিছুটা হলেও পূরণ করেছে গাজী টিভি। তবে এবার পূর্ণাঙ্গ একটি স্পোর্টস চ্যানেল আসছে বাংলাদেশে।
বাংলাদেশের স্বনামধন্য কম্পানি বসুন্ধরা গ্রুপ “টি স্পোর্টস” নামে একটি টিভি চ্যানেলের পরীক্ষামূলক সম্প্রচার চালিয়ে যাচ্ছে। ঢাকায় Bengal, Akash এবং Jadoo তে এই স্পোর্টস চ্যানেল টি সম্প্রচার চলছে।
শুধু ঢাকাতেই নয় ঢাকার বাইরে বাংলাদেশের সকল স্থানেই দেখা যাবে এই চ্যানেল টি। এরই মধ্যে তারা মুজিব বর্ষ উপলক্ষ্যে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে চ্যানেলটি।
বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল। সেগুলো হলো-ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম। এই টুর্নামেন্ট অংশ নেবেন নিষেধাজ্ঞা থেকে ফেরা বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার তারও ফিটনেস টেস্ট দেওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে সদ্য ফেরা সাকিব জটলা এড়াতে ফিটনেস টেস্ট দেবেন বুধবার।