কিছুদিন আগে সফলভাবে বিসিবি প্রেসিডেন্ট কাপ আয়োজনের পর এবার বড় ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এই টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ।
এই টুর্নামেন্টের উপর ঝুলে আছে বাংলাদেশের আগামী বছরের ক্রিকেটের ভবিষ্যৎ। এমনিতেই বাংলাদেশ সফরে আসছে চায়না ক্রিকেট বিশ্বের সকল বড় বড় দল। এরপর আবার করোনাভাইরাস এর প্রভাব। আগামী বছরের শুরুতেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলে।
এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা চলছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। বিসিবির পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। ইতিমধ্যেই বাংলাদেশের কাছে এই সিরিজ নিয়ে পরিকল্পনার কথা জানতে চেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
সেই ধারাবাহিকতায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেওয়া বায়ো-বাবল পরিকল্পনা পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৪ দিনের কোয়ারেন্টাইন শর্ত কমিয়ে ৭ দিনে নামিয়ে এনেই সাজানো হয়েছে পরিকল্পনা, যা পাঠানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকেও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন ইতিমধ্যেই নিজেদের পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে পাঠিয়েছে বিসিবি। ‘আমরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে করোনা ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনা পাঠিয়ে দিয়েছে। এখন পাঠানো ওই প্রস্তাবে তারা রাজি নাকি নতুন কিছু তাদের প্রস্তাব আছে সেটা জানার অপেক্ষা করছি। তাদের মতামত পাওয়ার পর আমরা পরিকল্পনা অনুমোদনের জন্য সরকারের কর্তৃপক্ষের কাছে পাঠাবো।’
বিসিবি এরই মধ্যে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য সম্ভাব্য বায়ো-বাবল ব্যবস্থা সম্পর্কে জানা বোঝা করছে। ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবিয় প্রিমিয়ার লিগে (সিপিএল) বিগ ব্যাশ এবং ইংল্যান্ডের বায়ো-বাবলের খোঁজ খবর নিচ্ছে, পর্যবেক্ষণ করছে। বিসিবির পরিকল্পনা উইন্ডিজ সিরিজের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইনটা সাতদিনে নামিয়ে আনা। যেমনটা আইপিএলে হয়েছে।
এছাড়া পরিকল্পনায় আছে, বাংলাদেশে এসেই করোনা পরীক্ষা নেওয়া হবে উইন্ডিজ ক্রিকেটারদের। সবাই নেগেটিভ আসলে পরদিনই তারা কোয়ারেন্টাইনে থেকে নেমে যেতে পারবেন অনুশীলনে। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘উইন্ডিজ সিরিজের সূচি ঠিক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে দুই বোর্ড এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে।’