পাকিস্তান সুপার লিগের ম্যাচ খেলার জন্য আগামীকাল পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। যদিও তামিম ইকবালের সাথে যাওয়ার কথা ছিল বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ও। কিন্তু করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কারণে পাকিস্তান সুপার লিগে খেলতে যেতে পারছেন না তিনি।
অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ না গেলেও পাকিস্তান যাচ্ছেন তামিম ইকবাল। পাকিস্তানের এবারের আসরে লাহোর কালান্দর্স-এর হয়ে খেলবেন দেশের এই ওপেনার ব্যাটসম্যান। এর আগেও পাকিস্তান সুপার লিগের একাধিক আসরে খেলেছেন তামিম ইকবাল।
করোনা ভাইরাসের কারণে গত ১৫-ই মার্চ বন্ধ হয়ে যায় পাকিস্তান সুপার লিগের এবারের আসরের খেলা। তাই আগামী ১৪ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে ওই টুর্ণামেন্টে বাকি অংশ প্লে-অফের ম্যাচ গুলি। এলিমিনেটর ম্যাচে তামিম ইকবালের দল লাহোর কালান্দর্স মুখোমুখি হবে তার সাবেক দল পেশাওয়ার জালমির।
বাংলাদেশ থেকে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ম্যাচ গুলি দেখা যাবে পাকিস্তানে দুটি স্পোর্টস চ্যানেল জিও সুপার এবং পিটিভি স্পোর্টসে। এছাড়াও বাংলাদেশ থেকে অনলাইনে দেখা যাবে Rabbitholebd ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে।
লাহোর কালান্দারস – আবিদ আলী, আঘা সালমান, বেন ডান্ক (অস্ট্রেলিয়া), ডেন ভিলাস (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইস (দক্ষিণ আফ্রিকা), দিলবার হুসেন, ফখর জামান, ফারজান রাজা, হারিস রউফ, জাহিদ আলী, মাজ খান, মোহাম্মদ ফয়জান, মোহাম্মদ হাফিজ, সামিত প্যাটেল (ইংল্যান্ড), শাহীন শাহ আফ্রিদি, সোহেল আক্তার, তামিম ইকবাল (বাংলাদেশ) এবং উসমান শিনওয়ারি।