সংযুক্ত আরব আমিরাতে আজ ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে সালমা খাতুনের দল ট্রেইলব্ল্যাজার্স বনাম সুপারনোভাস। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮:০০। ম্যাচটি সরাসরি দেখা যাবে জি টিভি চ্যানেল। ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ এবারের আসরে বাংলাদেশ থেকে খেলছেন দুইজন নারী ক্রিকেটার।
টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছে জাহানারা আলমের দল ভেলোসিটি। এই টুর্নামেন্টের জাহানারা আলম নিয়েছেন দুইটি উইকেট। অন্যদিকে গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন সালমা খাতুন। ২৪ রানের বিনিময় নিয়েছিলেন একটি উইকেট।
ট্রেইলব্ল্যাজার্স: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দিপ্তী শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, ডি হেমালাথা, নুজহাত পারভিন (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়ার, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সিমরান দিল বাহাদুর, সালমা খাতুন, সোফি একস্লেস্টোন, নাত্থাকান চানথাম, দেবেন্দ্র ডটিন এবং কাশভি গৌতম।
সুপারনোভাস: হারমানপ্রিত কৌর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আতাপাত্তু, প্রিয়া পুনিয়া, অনুজা পাতিল, রাধা যাদব, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শশীকলা সিরিওয়ার্দেনে, পুনম যাদব, শাকেরা সেলমান, অরুন্ধিতি রেড্ডি, পুজা ভাস্ত্রাকার, আয়ুশি সনি, আয়াবঙ্গা খাকা এবং মুসকান মালিক।