ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে বায়ো-বাবল পরিকল্পনা পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেওয়া হবে সকল ধরনের সুযোগ-সুবিধা।

কিছুদিন আগে সফলভাবে বিসিবি প্রেসিডেন্ট কাপ আয়োজনের পর এবার বড় ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এই টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ।

এই টুর্নামেন্টের উপর ঝুলে আছে বাংলাদেশের আগামী বছরের ক্রিকেটের ভবিষ্যৎ। এমনিতেই বাংলাদেশ সফরে আসছে চায়না ক্রিকেট বিশ্বের সকল বড় বড় দল। ‌এরপর আবার করোনাভাইরাস এর প্রভাব। আগামী বছরের শুরুতেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলে।

এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা চলছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। বিসিবির পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। ইতিমধ্যেই বাংলাদেশের কাছে এই সিরিজ নিয়ে পরিকল্পনার কথা জানতে চেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

সেই ধারাবাহিকতায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেওয়া বায়ো-বাবল পরিকল্পনা পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৪ দিনের কোয়ারেন্টাইন শর্ত কমিয়ে ৭ দিনে নামিয়ে এনেই সাজানো হয়েছে পরিকল্পনা, যা পাঠানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকেও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন ইতিমধ্যেই নিজেদের পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে পাঠিয়েছে বিসিবি। আকরাম খান বলেন, ‘আমরা এরই মধ্যে বিসিবির বায়ো-বাবল পরিকল্পনা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি। তাদের একটি পরিকল্পনাও দেয়া হয়েছে।”





“এরপর আমরা সরকারের কাছে অনুমতি চেয়ে পরিকল্পনা পাঠাবো। আমি ওয়েস্ট ইন্ডিজ সফর বলেই আত্মবিশ্বাসী। তারা আসবে আমি নিশ্চিত। তবে তার আগে আমরা টি-টোয়েন্টি টুর্নামেন্টটা সফলভাবে আয়োজন করতে চাই।”