একটু জন্য সেঞ্চুরি মিস করলেন তানজিদ হাসান তামিম। দেখে নিন ম্যাচের সর্বশেষ স্কোর

বাংলাদেশ এইচপি ক্রিকেট দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে চলে উঠলেন ব্যাটসম্যান নাঈম শেখ এবং অলরাউন্ডার আফিফ হাসান। আজ একদিনের প্রস্তুতি ম্যাচের আগে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখ। এই দুইজনের হাফ সেঞ্চুরিতে বি-দলকে ২৪৫ রানের টার্গেট দেয় এ দল।

আজ প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন জাতীয় দলের ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখ। এর আগে ২ দিনের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন নাঈম। এ দলের হয়ে নাঈম শেখ করেছেন ৬৭ রান। এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেক তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন করেছেন ৫০ রান। তবে এই দুই ব্যাটসম্যান ছাড়া এ দলের হয়ে ব্যাট হাতে তেমন ভালো করতে পারেনি আর কোন ব্যাটসম্যান।

আরেক ওপেনার শাহাদাত হোসেন দিপু করেছেন ১৯ রান। এছাড়াও স্পিনার রকিবুল হাসান করেছেন ২৭ রান, মৃত্তুঞ্জয় চৌধুরি করেছেন ১৮ রান এবং ফাস্ট বোলার সুমন খান করেছেন ১৬ রান। বল হাতে ‘বি’ দলের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও রেজাউর রহমান রেজা। একটি করে উইকেট পেলেন রিশাদ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী।

জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরি মিস করেছেন তানজিদ হাসান তামিম। বিসিবি প্রেসিডেন্ট কাপে নামের প্রতি সুবিচার করতে না পারলেও প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি। এ দলের দেওয়া ২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম।





এছাড়াও পারভেজ হোসেন ইমন ৫ ও মাহমুদুল হাসান জয় ১৪ রান করে। ‘এ’ দলের পক্ষে সুমন খান, রকিবুল হাসান ও নোমান চৌধুরী সাগর একটি করে উইকেট শিকার করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ১০৩ রান। ২৯ ওভার বাকি আছে, তাতে ৭ উইকেট হাতে রাখা ‘বি’ দলের প্রয়োজন আরও ১৪১ রান।