আবুধাবিতে এলিমিনেটর ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কে ৫ উইকেট হারিয়ে কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ আইপিএল এর এলিমিনেটর ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৩২ রানের টার্গেট দিলেও এ দিন দারুন লড়াই করেছে চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ১৩২ টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২ রানের মাথায় ওপেনার ব্যাটসম্যান শ্রীভাতস গোস্বামী উইকেট হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ইনিংসের প্রথম ওভারে মাত্র ১ রান করে মোঃ সিরাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর ৪২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মনিশ পান্ডে।
১৭ বলে ১৭ রান করে মোহাম্মদ সিরাজের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এরপর আরও দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। ২৪ রান করা মনিশ পান্ডেকে আউট করেন অ্যাডাম জাম্পা এবং ৭ রান করা প্রিয়ম গার্গ আউট হন যুজবেন্দ্র চাহালের বলে।
তবে এর পরেই জেসন হোল্ডারকে সাথে নিয়ে ঘুরে দাঁড়ায় কেন উইলিয়ামসন। দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই দুই ব্যাটসম্যান। কেন উইলিয়ামসন ৪৪ বলে ৫০ এবং জেসন হোল্ডার ২০ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ব্যাঙ্গালুরু। অধিনায়ক বিরাট কোহলি ফর্মে থাকা দেবদূত পাডিক্কেলের সঙ্গে ওপেন করতে নামেন। কিন্তু সুবিধা করতে পারেননি কেউই। ১৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ব্যাঙ্গালুরু। কোহলি ৬ আর পাডিক্কেল করেন মাত্র ১ রান।
এরপর অবশ্য কিছুটা লড়াই করেছেন অ্যারন ফিঞ্চ। তবে ৩০ বলে ৩২ রান করে তিনিও ফিরলে উইকেট পতন আর থামেনি ব্যাঙ্গালুরুর। একটা প্রান্ত ধরে যা লড়াই চালিয়েছেন চার নম্বরে নামা এবি ডি ভিলিয়ার্স।
১৮তম ওভারে এসে শেষতক ডি ভিলিয়ার্স বোল্ড হন নটরাজের বলে। ৪৩ বলে ৫ বাউন্ডারিতে ৫৬ রান করা প্রোটিয়া এই ব্যাটসম্যান ফেরার পর লড়াকু পুঁজিটাও পাওয়া হয়নি ব্যাঙ্গালুরুর। হায়দরাবাদ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জেসন হোল্ডার। ৪ ওভারে ২৫ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট পান নটরাজ।