ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়ারা খেলবে সমান তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ। চলতি মাসের ২৭ তারিখে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। দুটি সিরিজকে সামনে রেখে কুইন্টন ডি কককে অধিনায়ক করে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২৪ সদস্যের দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, ফাফ ডু প্লেসি, বজর্ন ফর্শন, বেউরান হেন্ড্রিক্স, রেজা হেন্ড্রিক্স, হেনরিচ ক্ল্যাসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, জানিমান মালান,
ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিচ নর্থজে, অ্যান্ডিল ফেলকাও, ডোয়াইন প্রিটরিয়াস, ক্যাগিসো রাবদা, তাবঋজ শামসী, লুথো সিপামলা, জন-জন সুমস, গ্লেন্টন স্টুউরম্যান, পাইট ভ্যান বিলজন, রাসি ভ্যান ডের ডুসেন ও কাইল ভারেনে।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ইংল্যান্ডের টি-টোয়েন্টি এবং ওয়ানডে স্কোয়াড
টি-টোয়েন্টি: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিচি টপলে ও মার্ক উড।
ওয়ানডে: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারান, লুইস গ্রেগরি, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ওলি স্টোন, রিচি টপলে, ক্রিস ওকস, মার্ক উড।