বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে ব্যাট উপহার পেয়ে দারুন খুশি তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়

গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পিছনে অনেক বড় অবদান ছিল মাহমুদুল হাসান জয়ের। দক্ষিণ আফ্রিকায় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর থেকেই বাংলাদেশ ক্রিকেটের বিশেষভাবে নজরে আসেন মাহমুদুল হাসান জয়।

বর্তমানে বাংলাদেশে এইচপি ক্রিকেট দলের অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। এখনো জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও জাতীয় দলের ক্রিকেটারদের সাথে কিছুদিন আগে বিসিবি প্রেসিডেন্ট কাপে খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। ওই টুর্ণামেন্টে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে গুরুত্বপূর্ণ এক পার্টনারশিপ গড়েন ম্যাচ জেতাতে সাহায্য করেছিলেন।

ওই ম্যাচে ৫৮ রান করেছিলেন মাহমুদুল হাসান জয়। ‌দুর্দান্ত ইনিংস খেলার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে বিশেষ একটি উপহার পেয়েছেন মাহমুদুল। ওই ম্যাচে মাহমুদুল হাসান জয়ের পারফরম্যান্সে খুশি হয়ে তাকে একটি ব্যাট উপহার দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

আজ বাংলাদেশে এইচপি দলের অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দলের তরুণ এই ব্যাটসম্যান বলেন, “আমাদের টিম প্ল্যান ছিল আমি চার নম্বরে ব্যাটিং করব। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) হঠাৎ এসে বললেন, ‘তুই তিনে ব্যাট করতে পারবি?’ আমি বললাম, ‘জ্বী ভাই, পারব।’ উনি শুধু আমাকে বলেছিলেন যে ‘তুই শুধু নতুন বলটাকে একটু পুরানো করে দিয়ে আসবি।

বাকিটা আমরা দেখে নেব।’ আমার কাছে রোমাঞ্চকর ব্যাপার ছিল যে উনার প্ল্যানে আমি সফল হতে পেরেছিলাম (৫৮ করেছিলেন সেদিন)। তারপর উনি আমাকে একটা ব্যাট গিফট করেন, পরের প্র্যাকটিস সেশনে।”

বাংলাদেশ যুব দলের হয়ে টপ অর্ডারে ব্যাট করতে মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ যুব দলের হয়ে দারুণ পারফর্মেন্স করেছেন তিনি। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট ক্যারিয়ারে ৩১ ম্যাচে ৪৭.৩৬ গড়ে রান করেছেন ১১৮৪। যার মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি। নিঃসন্দেহে তিনি একজন ভালো ব্যাটসম্যান তো এখন আর বলার অপেক্ষা রাখে না এবার প্রেসিডেন্ট’স কাপ খেলে পরের ধাপের ক্রিকেটের স্বাদ পেয়েছেন কিছুটা। দুই পর্যায়ের সঙ্গে পার্থক্যও ধরতে পেরেছেন তিনি।





“পার্থক্যটা অনেক। ওটা ছিল অনূর্ধ্ব-১৯ আর এটা জাতীয় দলের সিনিয়রদের সঙ্গে খেলা। অনেক কিছু আমরা শিখতে পেরেছি। ভাইদের কাছে থেকে জেনেছি অনেক কিছু। যখন সমস্যা হয়েছে, উনাদের কাছে যেটা জিজ্ঞাসা করেছি, উনারা সেটা ভালোভাবে বলেছেন। আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে।”