ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম এবং সালমা খাতুন। আজ বাংলাদেশ সময় বিকাল ৪:০০ টায় ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ জাহানারা আলমের দল ভেলোসিটি মুখোমুখি হবে সালমা খাতুনের দল ট্রেইলব্ল্যাজার্সের। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জাহানারা আলমের দল ভেলোসিটি। একাদশে রয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার জাহানারা আলম এবং সালমা খাতুন।
এর আগে গতকাল প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে জাহানারা আলমের দল ভেলোসিটি। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাসকে হারিয়ে শুভ সূচনা করে জাহানারা আলমের দল ভেলোসিটি। টানটান উত্তেজনায় এক বলা হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে ভেলোসিটি।
ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন জাহানারা আলম। ২৭ রানের বিনিময়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। তাইতো আজকের ম্যাচের একাদশেও তার থাকাটা অনেকটা নিশ্চিত। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস এবং জিটিভিতে।
ট্রেইলব্ল্যাজার্স: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দিপ্তী শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, ডি হেমালাথা, নুজহাত পারভিন (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়ার, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সিমরান দিল বাহাদুর, সালমা খাতুন, সোফি একস্লেস্টোন, নাত্থাকান চানথাম, দেবেন্দ্র ডটিন এবং কাশভি গৌতম।
ভেলোসিটি: মিথালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণামুর্থি (সহ-অধিনায়ক) শেফালি ভার্মা (উইকেটরক্ষক), একতা বিশট, মানসি জোশি, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, শুশ্রী দিব্যদর্শিনী, মানালি দক্ষিণী, লেই কাসপেরেক, ড্যানিয়েল ওয়েট, সুন লুস, জাহানারা আলম এবং এম আনাঘা।