নিজেকে নতুন করে আবারো ক্রিকেট মাঠে নিয়ে আসতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতিমধ্যেই নিষেধাজ্ঞা থেকে ফিরে মাটির প্রদাহের জন্য মুখিয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা শেষে অবশেষে বিসিবি টি-টোয়েন্টি টুর্নামেন্ট-এর মধ্য দিয়ে আবারও মাঠে নামতে যাচ্ছেন সাকিব আল হাসান।
অভিষেকের পর থেকেই সাকিব ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। তবে এখনো বড় কোন অর্জন নিজের করে নিতে পারেননি বলে জানিয়েছেন সাকিব আল হাসান। নিজের ক্যারিয়ারে এখনো সেরা মুহূর্ত আসেনেই বলে জানিয়েছেন সাকিব। এক বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর নিজের ইউটিউব চ্যানেলে সংবাকর্মী ও ভক্ত-সমর্থকদের নানা প্রশ্নের উত্তর দেন সাকিব।
“ সেরা মুহূর্ত এখনও আসেনি। সেরা মুহূর্ত হবে বাংলাদেশের হয়ে কোনো বিশ্বকাপ জয়, সেটা ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি। এ পর্যন্ত যদি মনে করি, সেরাগুলোর একটি হলো অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ জয় ও এবারের বিশ্বকাপে আমার পারফরম্যান্স, ব্যক্তিগত দিক থেকে।”
আগামী দিনগুলোর জন্য নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন সাকিব আল হাসান। বিশেষ করে আগামী দুই বছরে তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই তিনটি বিশ্বকাপের নিজের এবং বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে জানিয়েছেন তিনি।
“টি-টোয়েন্টিতে আমি জানি না আমরা কতটা এগিয়েছি। তবে এই সংস্করণের একটা সৌন্দর্য্য হলো, কেউ ফেবারিট নয়, যে কোনো দিন যে কোনো দল যে কাউকে হারাতে পারে। ওইটা আমাদের একটা ভরসা।
যেহেতু আমরা এখন নিয়মিত টি-টোয়েন্টি খেলেছি, ২০১৫-১৬ থেকে অনেক ভালো একটা দল আমরা, অনেক বুঝতে পারি কিভাবে খেলা উচিত, সেটা আমাদের সাহায্য করবে আরেকটু ভালো খেলার জন্য। ২০২৩ বিশ্বকাপ এখনও বেশ দূরে। করোনাভাইরাসের কারণে সেভাবে খেলাও হয়নি। আমার মনে হয় না এটা নিয়ে কেউ ভাবতে পেরেছে। হয়ত এক-দেড় বছর আগে থেকে ওটা নিয়ে ভাবনা শুরু হবে।”