জাহানারা আলমের দুর্দান্ত বোলিং এবং সুন লুসের দুর্দান্ত ব্যাটিংয়ে টানটান উত্তেজনা জয় তুলে নিল ভেলোসিটি

ওমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ-এর প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাসকে হারিয়ে শুভ সূচনা করলো জাহানারা আলমের দল ভেলোসিটি। টানটান উত্তেজনায় এক বলা হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে ভেলোসিটি।

টসে জিতে বোলিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন জাহানারা আলম। নিজেদের প্রথম ওভারে দেন মাত্র ৬ টি রান। ব্যাটিংয়ে নেমে দেখেশুনে ব্যাট করতে থাকেন সুপারনোভাসের ২ ওপেনার ব্যাটসম্যান প্রিয়া পুনিয়া এবং শ্রীলংকা চামারি আতাপাত্তু।

দলীয় ৩০ রানের মাথায় প্রিয়া পুনিয়াকে প্যাভিলিয়নের পথ ধরেন স্পিনার লেই কাসপেরেক। দলীয় ৪২ রানের মাথায় জেমাইমা রদ্রিগেজ-এর উইকেট তুলে নেন আরেক স্পিনার একতা বিশট। এরপর ইনিংসের দশম ওভারের মাথায় ব্যক্তিগত দ্বিতীয়বার করতে আসেন জাহানারা আলম।

ওই ওভারের প্রথম বলে চার খেলেও পরবর্তী পাঁচটি বল অসাধারণ করেন জাহানারা। ব্যক্তিগত ২ ওভার শেষে ১৩ রান দেন জাহানারা আলম। তবে নিজেদের তৃতীয় ওভারে এসেই সাফল্য পেয়েছেন জাহানারা আলম। বিধ্বংসী রূপে খেলতে থাকা চামারি আতাপাত্তুকে আউট করেন জাহানারা।

৩৯ বলে ৪৪ রান করে জাহানারা আলমের বলে আউট হন চামারি আতাপাত্তু। নিজের তৃতীয় ওভারে ৪ রান এর বিনিময়ে একটি উইকেট তুলে নেন জাহানারা আলম। নিজেই শেষ ওভারে এসে আরো একটি সাফল্য পান জাহানারা আলম।

দুর্দান্ত খেলতে থাকা অধিনায়ক হারমানপ্রিত কৌরকে ৩১ রানে আউট করেন জাহানারা। মোট ৪ ওভার বোলিং করে ২৭ রানের বিনিময়ে দুটি উইকেট লাভ করেন জাহানারা আলম। তবে এর পরেই ঘুরে দাঁড়ায় ভেলোসিটি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে সুপারনোভাস।





জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভেলোসিটি। কোন রান না করেই প্যাভিলিয়নে ফেরেন ড্যানিয়েল ওয়েট। এরপর দলীয় ১৭ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন শেফালী ভার্মা। এরপর দলীয় ৩৮ রানের মাথায় মিতালি রাজ ৭ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে ভেলোসিটি।

এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন বেদ কৃষ্ণমূর্তি। দলীয় ৬৫ রানের মাথায় ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে এরপরই ব্যাটিং তাণ্ডব চালানো দুই ব্যাটসম্যান সুষমা ভার্মা এবং সুন লুস। শেষ পাঁচ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৪৯ রানের। তবে সেটিও প্রায় করে ফেলেছিলেন এই দুই ব্যাটসম্যান।

৩৩ বলে ৩৪ রান করে আউট হন সুষমা ভার্মা। শেষ ওভারে তখন জয়ের জন্য ভেলোসিটি প্রয়োজন ৯ রান। তবে একবার হাতে রেখে জয় তুলে নেয় ভেলোসিটি। দুর্দান্ত ব্যাটিং করেছেন সুন লুস। ২১ বলে চারটি চার এবং একটি ছক্কায় সাহায্যে ৩৭ রান করে অপরাজিত থাকেন তিনি।

সুপারনোভাস: হারমানপ্রিত কৌর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আতাপাত্তু, প্রিয়া পুনিয়া, অনুজা পাতিল, রাধা যাদব, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শশীকলা সিরিওয়ার্দেনে, পুনম যাদব, শাকেরা সেলমান, অরুন্ধিতি রেড্ডি, পুজা ভাস্ত্রাকার, আয়ুশি সনি, আয়াবঙ্গা খাকা এবং মুসকান মালিক।





ভেলোসিটি: মিথালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণামুর্থি (সহ-অধিনায়ক) শেফালি ভার্মা (উইকেটরক্ষক), একতা বিশট, মানসি জোশি, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, শুশ্রী দিব্যদর্শিনী, মানালি দক্ষিণী, লেই কাসপেরেক, ড্যানিয়েল ওয়েট, সুন লুস, জাহানারা আলম এবং এম আনাঘা।