মোহাম্মদ নাবি কে সরিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নাম্বার ওয়ান অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান।

অবশেষে আইসিসি র‌্যাংকিংয়ে যোগ হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মোহাম্মদ নাবি কে সরিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিং নাম্বার ওয়ান অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। গতবছর নিষেধাজ্ঞার পর আইসিসি র‌্যাংকিং থেকে সাকিব আল হাসানের নাম মুছে ফেলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ‌ তবে আবারও আইসিসি র‌্যাংকিং-এ প্রবেশ করেছেন সাকিব।

তার কারণ কিছুদিন আগেই সব ধরনের নিষেধাজ্ঞা উঠে গেছে বিশ্বসেরা অলরাউন্ডারের উপর থেকে। তাই আজ প্রকাশিত হতে যাচ্ছে সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিং।সাধারণত একেকটি সিরিজ শেষে আইসিসি র‌্যাংকিং প্রকাশ করে।

সেই ধারাবাহিকতায় গতকাল শেষ হয়েছে জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

নিষেধাজ্ঞার কারণে গেলো বছরে আইসিসির সব র‌্যাংকিং থেকে সাকিবের নাম মুছে ফেলা হয়।স্বাভাবিকভাবেই সাকিবের নাম ঠাঁই পাবে আইসিসির র‌্যাংকিংয়ে। গতবছরের সাকিব যখন নিষিদ্ধ হন তখন তার রেটিং পয়েন্ট ছিল ৩৫৯। সেটি বেড়ে ৩৭৩ হয়েছে সাকিবের।





সাকিব আল হাসান এর পরেই রয়েছে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবি। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩০১। এদিকে আগামী শুক্রবার বাংলাদেশে আসছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টই এই মাঠে ফিরছেন সাকিব।