অবশেষে আইসিসি র্যাংকিংয়ে যোগ হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতবছর নিষেধাজ্ঞার পর আইসিসি র্যাংকিং থেকে সাকিব আল হাসানের নাম মুছে ফেলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে আবারও আইসিসি র্যাংকিং-এ প্রবেশ করতে যাচ্ছেন সাকিব।
তার কারণ কিছুদিন আগেই সব ধরনের নিষেধাজ্ঞা উঠে গেছে বিশ্বসেরা অলরাউন্ডারের উপর থেকে। তাই আজ প্রকাশিত হতে যাচ্ছে সর্বশেষ ওয়ানডে র্যাংকিং।সাধারণত একেকটি সিরিজ শেষে আইসিসি র্যাংকিং প্রকাশ করে।
সেই ধারাবাহিকতায় গতকাল শেষ হয়েছে জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বুধবার ওয়ানডে র্যাংকিং প্রকাশ করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
নিষেধাজ্ঞার কারণে গেলো বছরে আইসিসির সব র্যাংকিং থেকে সাকিবের নাম মুছে ফেলা হয়।স্বাভাবিকভাবেই সাকিবের নাম ঠাঁই পাবে আইসিসির র্যাংকিংয়ে। গতবছরের সাকিব যখন নিষিদ্ধ হন তখন তার রেটিং পয়েন্ট ছিল ৩৫৯।
যদিও নিষেধাজ্ঞার আগে র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পারেননি সাকিব। কারণ বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেননি। তবে আজ প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে সাকিব কততম স্থানে থাকবেন সেটা বলা মুশকিল।
কারণ নিষেধাজ্ঞায় তিনি লঙ্কানদের বিপক্ষে তিন ওয়ানডে ছাড়াও মিস করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ও পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে। এই মুহূর্তে আইসিসি ওয়ানডে রেংকিং এ এক নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের অল রাউন্ডার মহম্মদ নবী। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩০১।