ডেভিড ওয়ার্নার এবং ঋদ্ধিমান সাহার দুর্দান্ত ব্যাটিংয়ে আইপিএলের চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে আজ চমৎকার ব্যাটিং করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে ১৬ ওভারেই জয় তুলে নেয় হায়দ্রাবাদ। দুই ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ৫৭ বলে ৮১ এবং ঋদ্ধিমান সাহা ৪৫ বলে ৫৮ রান করেন।
এর আগে শারজায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বাই। ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন মুম্বাইয়ের অধিনায়ক। তবে কুইন্টন ডি কক আর সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটে একটা সময় মোটামুটি ভালো অবস্থানে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
ডি কক ১৩ বলে ২৫ রানে আউট হলেও চালিয়ে যাচ্ছিলেন সূর্য। ১১ ওভার শেষে মুম্বাইয়ের বোর্ডে ছিল ২ উইকেটে ৮১ রান। কিন্তু সূর্য ২৯ বলে ৩৬ করে ফেরার পরই বড় ধাক্কা খায় দলটি।
১ রান তুলতে মুম্বাই হারায় আরও ৩ উইকেট। সেই বিপদের মুখে ধরে খেলতে থাকেন ঈষাণ কিশান। দলকে এগিয়ে নিচ্ছিলেন দেখেশুনে। শেষতক ১৭তম ওভারে এসে আউট হন ৩০ বলে ৩৩ করা এই ব্যাটসম্যান।
পরের সময়টায় কাইরন পোলার্ড বলতে গেলে একাই খেলেছেন। ইনিংসের শেষ ওভারে জেসন হোল্ডারের বলে বোল্ড হওয়ার আগে ঝড়ো ৪১ রান করে দিয়ে যান ক্যারিবীয় অলরাউন্ডার। ২৫ বলের যে ইনিংসে ২ চারের সঙ্গে ৪টি ছক্কায় হাঁকান তিনি। সানরাইজার্স বোলারদের মধ্যে সবচেয়ে সফল সন্দ্বীপ শর্মা।
৩৪ রানে ৩টি উইকেট নেন এই পেসার। ২টি করে উইকেট নেন জেসন হোল্ডার আর শাহবাজ নাদিম। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ওই ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। এরপর এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর।