ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সুপার ওভারে ম্যাচ হারলো শক্তিশালী পাকিস্তান। পাকিস্তানি আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান এবং জিম্বাবুয়ে। ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করে পাকিস্তান।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে শুরুতেই ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ হাসনাইনের বোলিং তোপে ২২ রানেই মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। বিপদে পড়া জিম্বাবুয়ের দলকে টেনে তোলে ২ সিনিয়র ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস।
চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৮৪ রান। ৬৮ বলে ৫৬ রান করে টেইলর ফিরে গেলেও শেষ অব্দি উইকেটে থাকেন শন উইলিয়ামস। ওয়েসলে মাধেব্রের সঙ্গে ৭৫ ও সিকান্দার রাজার সঙ্গে ৯৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন উইলিয়ামস। ১৩৫ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১১৮ রান করে অপরাজিত থাকেন তিনি।
জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ২৭৮ রান। পাকিস্তানের পক্ষে ২৬ রান খরচে ৫ উইকেট নেন মোহাম্মদ হাসনাইন।
২৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। দলীয় ছয় দলের মধ্যে দুই ওপেনার ব্যাটসম্যান বিদায় নিলে দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান। ইমাম-উল-হক ৪ এবং ফখর জামান ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
এরপর হায়দার আলীর ১৩ এবং মহাম্মদ রেজওয়ান ১০ রান করে আউট হলে আরো বিপদে পড়ে পাকিস্তান। স্কোরবোর্ডে ৮৮ রান যোগ হতে না হতেই সাজঘরে ফেরেন ৫ ব্যাটসম্যান। অভিষিক্ত খুশদিল শাহর সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামলান পাকিস্তান দলপতি বাবর আজম। খুশদিল শাহ ৩৩ রান করে ফিরলে ভাঙে জুটি।
এরপর ওয়াহাব রিয়াজকে নিয়ে ৭ম উইকেটে ঠিক ১০০ রান যোগ করেন বাবর। ৫৬ বলে ৩ টি করে চার ও ছক্কায় ৫২ রান করে ওয়াহাব রিয়াজ আউট হলে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। সেঞ্চুরি পূর্ণ করা বাবর আজম যখন ৯ম ব্যাটসম্যান হিসাবে আউট হন দলের তখনো দরকার ৬ বলে ১৩ রান।
লেজের দিকের দুই ব্যাটসম্যান মুসা খান ও মোহাম্মদ হাসনাইন করতে পারেন ১২ রান। ম্যাচ টাই হলে গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ব্লেসিং মুজারাবানির করা প্রথম ৪ বলে মাত্র ২ রান করে ইফতিখার আহমেদ ও খুশদিল শাহর উইকেট হারায় পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদির করা সুপার ওভারে ৩ বলেই প্রয়োজনীয় রান তুলে নেন ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজা।