আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না এই টুর্নামেন্ট। পিছিয়ে যাচ্ছে প্রায় এক সপ্তাহ। ২০-২৩ তারিখের মধ্যে শুরু হবে এই টুর্নামেন্ট। কর্পোরেট লিগ আয়োজনের জন্য টিম স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। আর সেখানে ভালই সাড়া পেয়েছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, “আমাদের যেভাবে প্ল্যান করা আছে যে, নভেম্বরের ২০ তারিখের দিকে, এর মধ্যেই আমরা শুরু করব। ২০, ২১, ২২ এর মধ্যে কোনো একটা সময়, আই থট আমরা প্ল্যান করেই এগোচ্ছি।
সেভাবেই আমরা চাচ্ছি যে সিডিউলটা আমরা যেভাবে ঠিক করে যতটুকু সময় পাওয়া যায় এর মধ্যে মাঠ ও অন্যান্য কিছু ব্যাপার আছে। সবকিছু কনসিডার করেই আমরা এগোচ্ছি। ‘
প্রধান নির্বাহী আরো বলেন, ‘আপনারা জানেন যে, আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ লিগের স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি এবং আমরা আশাবাদী যে শিগগিরই বিষয়টাকে আমরা ক্লোজ করে ফেলতে পারব। ভালো সাড়া পেয়েছি আমরা।
আশানুরূপই সাড়া পেয়েছি। তবে সে ব্যাপারে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। খুব দ্রুতই হয়তো আমাদের যারা ইন্টারেস্টেট স্পন্সর আছেন তাদেরকে আমরা নিশ্চিত করে দেব। আমরা চেষ্টা করব আমাদের পাঁচটা স্পন্সরই কনফার্ম করে ডিক্লেয়ারেশনটা দিতে।” ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে এই টুর্নামেন্টের স্পন্সরদের তালিকায় আছে বেক্সিমকো, জেমকন গ্রুপ এবং ইনসেপ্টা।