সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি কলকাতা নাইট রাইডার্স? কোন দল খেলবে প্লে-অফে। দেখে নিন কঠিন সমীকরণ

আজ শেষ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর গ্রুপ পর্বের খেলা। শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের শেষ ম্যাচটি সানরাইজার্স হায়দরাবাদের জন্য হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল। কারণ প্লে-অফে উঠতে হলে এই ম্যাচে জয়লাভ করতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদকে।

ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়াও গতকাল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। এদিকে কলকাতা নাইট রাইডার্স-এর থেকে নেট রানরেট পয়েন্টে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

তবে এখনো প্লে-অফ খেলার সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রাইডার্স-এর। সেক্ষেত্রে তাদেরকে আজ সাপোর্ট করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তার কারণ আজকের ম্যাচের যদি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স জয়লাভ করতে পারে তাহলে প্লে-অফ খেলবে কলকাতা নাইট রাইডার্স।





আর যদি আজকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ জয় লাভ করে তাহলে কলকাতা নাইট রাইডার্সকে সরিয়ে প্লে-অফের চলে যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ। আগামী ৫ নভেম্বর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা সরাসরি পৌঁছে যাবে ফাইনালে।