দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে ম্যাচ হেরেও প্লে-অফ নিশ্চিত করলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স-এর পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল দিল্লি ক্যাপিটালস। সেইসাথে ম্যাচ হেরেও প্লে-অফ নিশ্চিত হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই পৃথ্বী শ’র উইকেট হারালেও আজিমকিয়া রাহানে এবং শিখর ধাওয়ানের হাফ সেঞ্চুরিতে সহজ জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুর দিকেই ওপেনার জশ ফিলিপকে (১৭ বলে ১২) হারালেও দেবদূত পাডিক্কেল আর বিরাট কোহলি এগিয়ে নিয়েছেন দলকে। পাড্ডিকেল ৪১ বলে ৫ বাউন্ডারিতে খেলেন ৫০ রানের ইনিংস। কোহলি আউট হন ২৪ বলে ২৯ করে। তবে শেষের দিকে এবি ডি ভিলিয়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু বুঝি পায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শেষ ৭ ওভারে প্রায় দশের কাছাকাছি গড়ে ৬৯ রান যোগ করেছে ব্যাঙ্গালুরু। বরাবরের মতো ঝড়ো ব্যাটিং করেন এবি ডি ভিলিয়ার্স। ২১ বলে ১ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৫ রান করেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। শিভাম দুবের ব্যাট থেকে আসে ১১ বলে ১৭।

দিল্লি ক্যাপিটালসের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অ্যানরিচ নর্টজে। ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩টি উইকেট নেন এই পেসার। ২টি উইকেট নেন তারই স্বদেশি কাগিসো রাবাদা।

১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৯ রান করে মোহাম্মদ সিরাজের বলে প্যাভিলিয়নে ফেরেন পৃথ্বী শ। তবে এরপর আজিমকিয়া বাহানে এবং শিখর ধাওয়ান এর দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দিল্লি ক্যাপিটালস। দলীয় ১০৭ রানের মাথায় ৪১ বলে ৫৪ রান করে আউট হন শিখর ধাওয়ান।

তবে এর পরেই হঠাৎ করে ঘুরে দাঁড়ায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৭ রান করা অধিনায়ক শ্রেয়াস আইয়ার-এর উইকেট তুলে নেন শাহবাজ আহমেদ। দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন আজিমকিয়া রাহানে। ৪৬ বলে ৬০ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন রাহানে।





তবে শেষের দিকে মার্কাস স্টোইনিসের ৫ বলে ১০ এবং রিশাব পান্তের ৮ রানের সুবাদে ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। এই জয়ের ফলে প্লে-অফ নিশ্চিত হয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে এই ম্যাচ হেরে ও প্লে-অফ নিশ্চিত করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।