পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর প্লে-অফে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল। দেখে নিন চার দলের চূড়ান্ত স্কোয়াড

পাকিস্তান সুপার লিগ প্লে-অফে খেলবেন তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আগামী ১৪-১৫ এবং ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর বাকি অংশ। করোনা ভাইরাসের কারণে স্থগিত হয় পাকিস্তান সুপার লিগের প্লে-অফের খেলা।

আগামী নভেম্বরে করাচিতে অনুষ্ঠিত হবে প্লে-অফের দুটি ম্যাচ এবং ফাইনাল ম্যাচ। এই ম্যাচে খেলবেন তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এরমধ্যে তামিম ইকবাল খেলবেন লাহোর কালান্দারসের হয়ে। এবং মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন মুলতান সুলতানের হয়ে।

করাচি কিংস – আমির ইয়ামিন, অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), আরশাদ ইকবাল, আওস জিয়া, বাবর আজম, ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), চাদউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মিচেল ম্যাকক্লেনাঘন (নিউজিল্যান্ড), মোহাম্মদ আমির , মোহাম্মদ রিজওয়ান, শারজিল খান, শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), উমাইদ আসিফ, উমার খান, উসামা মীর ও ওয়াকাস মকসুদ

লাহোর কালান্দারস – আবিদ আলী, আঘা সালমান, বেন ডান্ক (অস্ট্রেলিয়া), ডেন ভিলাস (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইস (দক্ষিণ আফ্রিকা), দিলবার হুসেন, ফখর জামান, ফারজান রাজা, হারিস রউফ, জাহিদ আলী, মাজ খান, মোহাম্মদ ফয়জান, মোহাম্মদ হাফিজ, সামিত প্যাটেল (ইংল্যান্ড), শাহীন শাহ আফ্রিদি, সোহেল আক্তার, তামিম ইকবাল (বাংলাদেশ) এবং উসমান শিনওয়ারি

মুলতান সুলতানস – অ্যাডাম লিথ (ইংল্যান্ড), আলী শফিক, বিলাওয়াল ভাট্টি, ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), জেমস ভিনস (ইংল্যান্ড), জুনাইদ খান, খুশদিল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ), মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইরফান, রবি বোপারা (ইংল্যান্ড) , রিলি রসু (দক্ষিণ আফ্রিকা), রোহেল নাজির, শান মাসউদ, শহীদ আফ্রিদি, সোহেল তানভীর, উসমান কাদির ও জিশান আশরাফ।





পেশোয়ার জালমি – আমির আলী, আদিল আমিন, কার্লোস ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা), হায়দার আলী খান, হার্ডাস ভিলজোয়েন (দক্ষিণ আফ্রিকা), হাসান আলী, ইমাম-উল-হক , কামরান আকমল, খুররাম শেহজাদ, লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), মোহাম্মদ মহসিন, রাহাত আলী, শোয়েব মালিক, উমর আমিন, ওহাব রিয়াজ ও ইয়াসির শাহ।