আজ শেষ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর গ্রুপ পর্বের খেলা। আর এই দুই ম্যাচে ঝুলে আছে ৪ দলের প্লে-অফের খেলা। আইপিএলে ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়াও এখনো ঝুলে আছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লী ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা।

এই চার দলের মধ্যে ৩ দল যাবে প্লে-অফে। প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে যারা জয়লাভ করবে তারাই প্লে-অফে নিশ্চিত করবে। তবে হেরে গেলেও প্লে-অফ খেলার আশা টিকে থাকবে অন্য দলের।
যদি একদম বেশি ব্যবধানে না হারে তাহলেই প্লে-অফ খেলতে পারবে হেরে যাওয়া দলটি। তবে সেই জন্য তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচের এদিকে। দ্বিতীয় ম্যাচে প্লে-অফ নিশ্চিত করা মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।
এই ম্যাচে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ জয়লাভ করতে পারে তাহলে নেট রানরেট পয়েন্টে এগিয়ে থেকে দিল্লি ক্যাপিটালস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মধ্যকার ম্যাচে পরাজিত হওয়া দলটি প্লে-অফ খেলা নিশ্চিত হতে পারে।
ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। যদি এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ জয় লাভ করতে পারে তাহলেই প্লে-অফ নিশ্চিত করবে সানরাইজার্স হায়দ্রাবাদ।
সে ক্ষেত্রে বাদ পড়বে কলকাতা নাইট রাইডার্স। তার কারণ নেট রানরেট পয়েন্টে বাকি দলগুলো থেকে অনেক এগিয়ে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে কিংস ইলেভেন পাঞ্জাব, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়েলস।