এই মাসে ৫ দলের প্রস্তাবিত টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শেষ পর্যন্ত হয়তো করপোরেট লিগই হতে যাচ্ছে।শুধুমাত্র বিদেশী ক্রিকেটাররাই থাকবেন না। নয়তো নভেম্বরে টি-টোয়েন্টি লিগ আয়োজনে বিসিবি যে পরিকল্পনা হাতে নিয়েছে, অনেকটাই বিপিএলের মতো। যদি বলা হয় বিপিএল তাহলে ভুলও হবে না।
টুর্নামেন্টের কোন কিছুই কমতি রাখতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাঁচ দলের মালিকানা বিক্রির জন্য স্পন্সর চেয়ে দরপত্র আহ্বান করা হয়েছে। আজ শেষ হচ্ছে দলগুলোর স্পন্সর আবেদনের শেষ সময়। জানা গিয়েছে কর্পোরেট হাউজ থেকে ভালই সাড়া পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দল নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের কিছু নামী দামি কোম্পানি। অনেক আগে থেকেই জানা গিয়েছিল দল নিতে আগ্রহী বেক্সিমকো গ্রুপ। সেই সময় দল নিতে আগ্রহ দেখিয়ে ছিল জেমকন গ্রুপ। তাই এই প্রকার নিশ্চিত বেক্সিমকো আর জেমকন গ্রুপ টিম স্পন্সর হতে যাচ্ছে।
তবে এ ছাড়াও দেখা যেতে পারে বাংলাদেশের জনপ্রিয় প্রসিদ্ধ ওষুধ বাজারজাতকারী সংস্থা ইনসেপ্টা। এছাড়া বরিশাল গ্রুপও একটি দলের স্পন্সর হতে আগ্রহী। জানা গেছে, বরিশাল বিভাগের কোটায় বিসিবির অন্যতম পরিচালক আলমগীর হোসেন আলো বরিশাল গ্রুপের হয়ে টিম স্পসর হতে অগ্রণী ভূমিকায়।
ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য সকল প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটাররা না থাকলেও জমজমাটে কোন কমতি রাখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে পিছিয়ে যেতে পারে এই টুর্নামেন্ট। ১৫ অক্টোবর এর পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে শুরু হতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট।