ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর এবারের আসরে সুপার ফ্লপ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ব্যাট হাতে বড় কোন ইনিংস খেলতে পারেনি আইপিএল এর অন্যতম সেরা এই দামি ক্রিকেটার।

ভবিষ্যতে কখনো যদি ২০২০ আইপিএলের প্রসঙ্গ ওঠে, তাহলে তিনি মুখ লুকানোর জায়গাও খুঁজতে পারেন। এতই বাজে তাঁর পারফরম্যান্স। নিলাম থেকে প্রায় ১১ কোটি রুপি দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে টেনে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব।
নিঃসন্দেহে গ্লেন ম্যাক্সওয়েলের কাছ থেকে অনেক বড় কিছু প্রত্যাশা করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু আইপিএলে এখন পর্যন্ত ১৩ টি ম্যাচেই খেলেছেন তিনি। কিন্তু এই ১৪ ম্যাচ মিলে এখনো পর্যন্ত একটিও ছক্কা হাঁকাতে পারেনি গ্লেন ম্যাক্সওয়েল।
টুর্ণামেন্টে এখন পর্যন্ত মাত্র ৯ টি চার মেরেছেন তিনি। সব মিলিয়ে এবারের আইপিএলের ১৩ ম্যাচে ১০৮ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। স্ট্রাইক রেট ছিল ১০১.৮৮। শুধু ব্যাট হাতে এই নয় বল হাতেও তেমন কিছু করে দেখাতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ১৩ ম্যাচে তিনি মোট উইকেট নিয়েছেন তিনটি।
তবে ম্যাক্সওয়েল ভালো না খেললেও প্লে অফের খেলার সম্ভাবনা এখনো রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের। টুর্নামেন্টের শুরুতেই টানা ব্যর্থতার পর অবশেষে আইপিএলের টানা পাঁচ ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
দলের ব্যাটসম্যানরা আছে দুর্দান্ত ফর্মে।এরমধ্যে এবারের আসরে রান সংগ্রহের তালিকায় সবার ওপরে রয়েছে অধিনায়ক কে এল রাহুল। এছাড়াও দারুণ ফর্মে আছেন ক্রিস গেইল, নিকোলাস পুরান এবং আগারওয়াল। আইপিএলে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ নম্বরে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব।
প্লে-অফে উঠতে হলে পরের ম্যাচে অবশ্যই জয় লাভ করতে হবে কিংস ইলেভেন পাঞ্জাব কে। অবশ্য সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের উপর। নিজেদের শেষ ম্যাচে আজ বাঁচা-মরার লড়াইয়ে চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব।